জনবহুল ব্যস্ত নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত সুপরিচিত আবাসিক হোটেলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুইজন ছেলে-মেয়ে খুন হয়। নানামুখী চাপে ও প্রতিশ্রুতির অভাবে সত্য চাপা পড়ে মূল ঘটনা ভিন্নখাতে প্রবাহিত হয়। চাপা পড়ে সত্য হয় ফেরারি। 'সত্য' সত্যিই আজ ফেরারি! সত্যের অবস্থান যেন অস্থিতিশীল! সমাজে এই অস্থিতিশীল সত্যকে স্থিতিশীল করতে প্রয়োজন সত্যের পক্ষে রাষ্ট্রের বলপ্রয়োগ। নকলের ভিড়ে আসলের অবস্থান যেমন ক্ষীণ; সবকিছুকে বাণিজ্যিকীকরণের কারণে সত্যের অবস্থান তেমনি প্রায় বিলীন। সমাজে স্বীকৃতি পেতে সত্যকে শক্তের বিরুদ্ধে বড্ড বেশি লড়াই করতে হয়। সত্যকে মিথ্যার প্রাচুর্যে 'সত্য' হিসেবে প্রমাণ করতে হয়। শক্তের অবিচারের বিরুদ্ধে লড়াই আজ দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। সবলের স্বেচ্ছাচারিতা প্রতিকারহীন। মিথ্যাকে সত্যের আবরণে প্রচলন করা আর সবলের প্রতিকারহীন স্বেচ্ছাচারিতাকে আজ কলায় পরিণত করা হয়েছে। সমাজ ও রাষ্ট্রের সকল স্রোত যেন আজ মিথ্যার অনুকূলে সমমুখী। এই সমমুখী স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে কীভাবে একজন সৎ ও সাহসী তদন্ত কর্মকর্তা সত্য অনুসন্ধানে তদন্তের মোড় ঘুরিয়ে প্রচলিত সকল ধ্যানধারণাকে উল্টিয়ে রহস্য উদ্ঘাটনে সক্ষম হয়, একটার পর একটা রহস্য উন্মোচনে, ঘটনা প্রমাণে, সত্য সন্ধানে প্রকৃত অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করায়; সেই সত্যসন্ধানী নির্ভীক পুলিশের রহস্যঘেরা ঘটনাবহুল তদন্তভিত্তিক শাসরুদ্ধকর ধারাবাহিক বর্ণনায় ভরপুর 'তদন্তের ময়নাতদন্ত'।