সকল ধরনের অফিস পরিদর্শন-সরকারি কর্মকর্তা, বিশেষ করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি সাধারণ ও নৈমিত্তিক কর্মের অবিভাজ্য অংশ। তা আবশ্যকও বটে। কেননা, সরকারের নিদের্শনা সেটাই। কর্মকর্তাগণের নিজের অফিস সময়ে-সময়ে তথা নিয়মিত বিরতিতে এবং তার অধীনে থাকা (নিয়ন্ত্রণকারী হলে তো অবশ্যই) বিভিন্নস্তরের অফিস বা দপ্তরসমূহ মাসিক, দ্বিমাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক ও বার্ষিক বিরতিতে পরিদর্শন (আকস্মিক বা অনির্ধারিত পরিদর্শন-সহ) করা তাদের স্বাভাবিক দাপ্তরিক কর্মকাণ্ডেরই অংশ। আর নিয়ন্ত্রণকারী হলে, এই পরিদর্শনকার্যের কিছু তিনি স্বয়ং করবেন এবং অধিকাংশই করাবেন তার নিয়ন্ত্রণাধীন কর্মকর্তাদের দিয়ে। মনে রাখতে হবে, সরকারি অনেক অফিস, বিশেষত মাঠপর্যায়ের অফিসগুলো কারা অর্থাৎ কোন পর্যায়ের কর্মকর্তাগণ কখন-কীভাবে করবেন, সেসম্বন্ধে সরকারের ('সরকার' বলতে এখানে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ বুঝতে হবে) স্পষ্ট, লিখিত নির্দেশনা রয়েছে। প্রসঙ্গত, এতদ্বিষয়ক লিখিত সরকারি আদেশ-নির্দেশাবলি সেই ইংরেজ/ব্রিটিশ যুগ থেকে নিয়ে মধ্যে সাবেক পূর্বপাকিস্তান যুগে (এসময় ইংরেজ/ব্রিটিশ আমলের বিধি-বিধানগুলোর স্থানবিশেষে কম-বেশি সংশোধনসাপেক্ষে বহাল ছিল) যেমন ছিল, তেমনি বাংলাদেশ আমলেও তা রয়ে গিয়েছে। তবে অবশ্যই এপর্যায়েও সময়ে-সময়ে কিছু পরিবর্তন তথা সংযোজন-বিয়োজন হয়েছে।
Kabedul Islam- জন্ম ১লা জানুয়ারি ১৯৬৪, খুলনায়। বাংলা ভাষা ও সাহিত্যে আশির দশকের গোড়ায় কয়েকটি বিশিষ্ট জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে কবিতা ও ছোটগল্প লেখালেখির মধ্য দিয়ে সাহিত্য জগতে আবির্ভূত হন। এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থসংখ্যা ৩৫। এর মধ্যে কবিতা ১২, গবেষণা ১২, ছোটগল্প ৫, প্রবন্ধ ৪, ছড়া ১ ও ভূমিবিষয়ক শব্দকোষ ১। তাঁর কিছু উল্লেখযোগ্য গবেষণাকর্মও বর্তমান। বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৫ ব্যাচের একজন কর্মকর্তা; বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন যুগ্মসচিব। সেইসূত্রে সপরিবারে ঢাকায় বসবাস; না হলে, ঢাকায় বসবাসে একেবারেই আগ্রহী নন। চাকরিসূত্রে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভারত ভ্রমণ করেছেন। বিবাহিত; স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সন্তানকে নিয়ে স্বল্পবিত্তের সুখী জীবনযাপন। প্রিয় ও একমাত্র শখ ও নেশা বইপড়া, বইকেনা ও বইসংগ্রহ। সুলভ-দুষ্প্রাপ্য মিলিয়ে তার ব্যক্তিগত গ্রন্থাগারে এ পর্যন্ত ৮ হাজারের বেশি বই সংগৃহীত হয়েছে। এর মধ্যে বাংলা ভাষা ও সাহিত্য এবং উপমহাদেশীয় ইতিহাসের বইই সর্বাধিক। বেশ কিছু আকরগ্রন্থ রয়েছে তার সংগ্রহে। প্রিয় স্থান নিজ বাসগৃহ। ঘোরাঘুরি পছন্দ করেন একমাত্র বইপাড়ায় ও বইয়ের দোকানগুলোতে।