স্বামী নামক অমানুষ আমার চতুর্থ গল্পগ্রন্থ। এই বইটিতে ছয়টি গল্প রয়েছে।গল্পগুলো হলো সৎ মা,আদর্শ বউ,শিমুল পারুল,ভালোবাসতে মন লাগে,নষ্ট পুরুষ,সবচেয়ে সেরা গল্প, স্বামী নামক অমানুষ।প্রতিটি গল্পই বাস্তববাদী,শিক্ষণীয়,ও রোমান্টিক।এছাড়াও ইসলামের স্বল্পকিছু নিয়মনীতি প্রতিটি গল্পে তুলে ধরা হয়েছে।সৎ মা গল্পটিতে সৎ মা কতটা নিষ্ঠুর হতে পারে,সে কাহিনী তুলে ধরা হয়েছে।আদর্শ বউ গল্পটিতে একজন আদর্শ বউ শত নির্যাতনের পর ও কিভাবে স্বামীর সংসার আঁকড়ে ধরে থাকে সেই কাহিনী তুলে ধরা হয়েছে।শিমুল পারুল গল্পটিতে একজন প্রেমিকা শত নির্যাতনের পর ও প্রেমিকের ভালোবাসা ভুলতে পারেনা। সেই কাহিনী তুলে ধরা হয়েছে।ভালোবাসতে মন লাগে গল্পটিতে একজন নারী বিয়ের পর স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়,কেনো বঞ্চিত হয়? সেই কাহিনী তুলে ধরা হয়েছে।নষ্ট পুরুষ গল্পটিতে একজন প্রেমিকার দু:সময় প্রেমিক তাকে ছেড়ে চলে যায়।কেনো চলে যায়? সেই কাহিনী তুলে ধরা হয়েছে।স্বামী নামক অমানুষ সবচেয়ে সেরা গল্প। গল্পটিতে সমাজের কিছু বাস্তবচিত্র তুলে ধরা হয়েছে।শুধু তাই নয় ইসলামিক কিছু নিয়মনীতি ও আছে।এছাড়াও বিয়ের পর একজন নারী কিভাবে নির্যাতনের স্বীকার হোন সে কাহিনী তুলে ধরা হয়েছে।আশা করি গল্পগুলো সবার ভালো লাগবে।