ভূমিকা নাহমাদুহু ওয়ানুছাল্লি আলা রাসূলিহিল কারিম। কুরআন শরীফ শুদ্ধ করে তিলাওয়াত করা ফরজ। এই গুরুত্বপূর্ন বিষয়টাকে আমরা গুরুত্বহীনতায় ফেলে রাখি। সাধারণ মানুষতো বাদ যাক। স্বয়ং ওলামায়ে কেরামও একটু যাঁচাই করে না যে, নিজের তিলাওয়াতের কি হাল। চলছে তো চলছেই। যাই হোক, আল্লাহ্ তায়ালা দয়া করুন। উস্তাদের তিলাওয়াত শুদ্ধ না থাকলে ছাত্রদের তিলাওয়াত শুদ্ধ হওয়ার প্রশ্নই আসে না। শুদ্ধ করে তিলাওয়াত করার জন্য বিশেষ কয়েকটি বিষয় অত্যাবশ্যক। ১. যোগ্য শিক্ষক ২. তাজবীদের জ্ঞান যতটুকু না হলেই নয়। ৩. তাজবীদ অনুযায়ী হরফের মাল্ক, একটু বুঝে শুনে মাঙ্ক করলে হরফ সুন্দর হয়ে যাবে ৪. তিলাওয়াতের মাঝে হরফের পূর্ণ উচ্চারণের চেষ্টা করা ৫. সুন্দর আওয়াজ তথা সুন্দর সুরের তিলাওয়াতের প্রতি খুব যত্নবান হওয়া। হরফের উচ্চারণ সুন্দর করতে যেমন মাশকের বিকল্প নেই, তেমনই তিলাওয়াতের সৌন্দর্য্য বাড়াতেও মাশকের প্রয়োজন। এই দুটো বিষয়কে এগিয়ে নিতে চাই সুশৃঙ্খল ও গোছানো একটু মেহনত। আর এই মেহনত শুরু করতে ও বেগবান রাখতে সহায়ক পুস্তক হিসেবে তোহফাতুল হক হবে আপনার এক অনন্য সঙ্গী। তাই আর নয় ভয়। শুরু করুন, এগিয়ে চলুন। সাধারণত বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণ করার পর, মাঙ্ক করার ও করানোর মন- মানসিকতা তৈরি হয় কিন্তু কোন দিকনির্দেশনা না থাকায় তা আস্তে আস্তে হারিয়ে যায়। না আর নয় এবার আপনাকে আর হারাতে দিবে না তোহফাতুল হক। যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে উচ্চ শিখরে, অনেক উচ্চতায়। শুধু চাই একটু হিম্মত। দোয়া রইল এগিয়ে যাওয়ার।