কবি, গল্পকার, উপন্যসিক, সাংবাদিক আলমগীর রেজা চৌধুরী। মূলত তিনি কবি। সত্তরের অন্যতম প্রধান বহুমাত্রিক লেখক। বাংলা সাহিত্য ভান্ডারে কবিতা, গল্প, উপন্যাস, স্মৃতিকথা ছাড়াও যিনি যোগ করেছেন নানা বিষয়ের পঞ্চাশটিরও অধিক বই। এ সময়ের আলোচিত ও অন্যতম জনপ্রিয় নন্দিত লেখক তিনি। সহকারী সম্পাদক হিসেবে কাজ করছেন দৈনিক সময়ের আলো পত্রিকায়। সম্প্রতি তিনি চীনা মিডিয়া গ্রুপের আমন্ত্রণে চীনের স্বায়ত্বশাসিত শিন চিয়াং প্রদেশ ভ্রমণ শেষ করে এসেছেন। গিয়েছিলেন এই সময়ের টক অব দ্য ওয়ার্ল্ড ‘উইঘুর’। এরপর ভ্রমণের অভিজ্ঞতা দৈনিক সময়ের আলো পত্রিকায় ধারাবাহিক লিখতে থাকেন। মলাটবদ্ধ এ গ্রন্থ ‘চিনে এলাম চীন’ সেই অভিজ্ঞতার উৎকৃষ্ট ফসল। ১১ পর্ব বিন্যাসে লেখা এই ভ্রমণ কথায় লেখক প্রকৃত ভ্রামণিকের মতো শুধু নিজে ভ্রমণ করেননি, এই গ্রন্থের পাঠককেও টেনে নিয়েছেন সঙ্গী করে। হাত ধরে দেখিয়েছেন, চিনিয়েছেন শিন চিয়াং প্রদেশের উল্লেখযোগ্য দর্শনীয় ঐতিহাসিক স্থান, স্থাপনা, অঞ্চলের অর্থনীতি, ইতিহাস, ঐতিহ্য, সমাজ—সংস্কৃতিসহ বদলে যাওয়া আধুনিক সমাজ জীবনের ব্যবস্থা চিত্র। উইঘুর মুসলমানদের জীবনচিত্র। এমনকি ওই অঞ্চলের নারী—পুরুষের মনস্তাত্ত্বিক ভাষাও তিনি আবিষ্কার করতে সমর্থ হয়েছেন। এই গ্রন্থ পাঠে পাঠক সহজেই চীনকে চিনতে পারবেন। এখানেই লেখকের মুন্সিয়ানা। ভ্রমণ ইতিহাসে এই গ্রন্থটি অমূল্য এক সংযোজন হবে