আদি থেকে অন্ত যে জীবন যাপন করি সেই বেহিসেবি সময়ের হিসাব রাখতে গিয়ে আমরা হিমশিম খাই। সময়ের সাথে সাথে নানা ঘটনা—দুর্ঘটনা মেনে নিয়েই আমাদের দৈনন্দিন জীবন। সময়ের ভুল—ভ্রান্তি, ভালোমন্দ নিয়ে আমাদের পথচলা, পথে চলতে চলতে কত রকম মানুষের সাথে দেখা হয়, কথা হয়, সম্পর্ক হয় ক্ষণিকের অথবা আজীবনের তরে। সম্পর্কের হাত ধরে আসে প্রেম, ভালোবাসা, অপেক্ষা, প্রতিজ্ঞা, বিরহ, বিচ্ছেদ, ত্যাগ—তিতিক্ষা আসে জটিলতা। সবকিছু মিলিয়ে জীবন হয় রহস্যময় ও রোমাঞ্চকর। আর সেখান থেকে তৈরি হয় একেকটা গল্প, সৃষ্টি হয় নানারকম চরিত্র। ভালোমন্দে মেশানো সেসব চরিত্র পাঠকের মনে দাগ কেটে যায় যদি উপস্থাপন সঠিক ও সুন্দরভাবে করা হয়। ‘শুধু তোমারই জন্য’ আমার দ্বিতীয় উপন্যাস। রহস্য আর রোমাঞ্চে আগলে রাখা একটি নিটোল প্রেম কাহিনি। দুটি মানুষকে ঘিরে তৈরি হয়েছে এই গল্প, তাদেরকে অলংকৃত করতে নানা ধরনের চরিত্রের আগমন ঘটেছে কাহিনিতে। পরিবেশ পরিস্থিতি আর সময়ের সাথে তাল মিলিয়ে চলা চরিত্রগুলি বিশেষ মানুষ দুজনকে বিশেষায়িত্ব করেছে। আশা করি গল্পটা সবার মন ছুঁয়ে যাবে। সকল পাঠকের প্রতি ভালোবাসা ও শুভকামনা।