শুধুমাত্র ভূতের গল্পেরই বই এটা। হরেক রকমের ভূতের গল্পে ঠাঁসা এ বইটি। ভয়ঙ্কর রকমের ভয় পাওয়ার মতো গল্প যেমন আছে এতে, তেমনি আছে মজাদার ভূতের গল্পও। রোমহর্ষক গল্পগুলো পড়ার সময় ভয়ে আত্নারাম খাঁচাছাড়া হওয়ার দশা যেমন হয়, তেমনি মজার ভূতের গল্পগুলোর মজাদার কাহিনিগুলোতে ছড়িয়ে আছে শুধুই আনন্দ। খ্যাতিমান শিশু-সাহিত্যিক খন্দকার মাহমুদুল হাসান এর ভূতের গল্পের বিশাল ভাণ্ডারকে তুলে ধরেছে এ বইটি। বইয়ের গল্পগুলো বাংলাদেশ ও ভারতের পত্রিকা-সাময়িকীতে অন্তত: দুই দশক ধরে ছাপা হয়ে দুই দেশেই ছোটদের মন কেড়েছে। বাংলাদেশের পত্রিকাসমূহের রয়েছে দৈনিক ইত্তেফাক, প্রথম আলো ও ভোরের কাগজসহ শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকসমূহের ছোটদের পাতা এবং রহস্য পত্রিকা, নবারুণ, টইটম্বুর , কথন, অন্য ইশকুল,কিশোর, কিশোর তারকালোক ও কিশোর ভূবন সহ মাসিক প্রত্রিকা ও সংকলন। ভারতের পত্রিকাসমূহের মধ্যে রয়েছে টুকলু, কচি কাঁচার মুক্ত আলো, সঞ্চিতা ও কেকা। বাংলাদেশ ও ভারতের বাংলাভাষী পাঠকদের জন্য এটি একটি দারুণ উপহার। শুধুমাত্র ভূতের গল্পেরই বই এটা। হরেক রকমের ভূতের গল্পে ঠাঁসা এ বইটি। ভয়ঙ্কর রকমের ভয় পাওয়ার মতো গল্প যেমন আছে এতে, তেমনি আছে মজাদার ভূতের গল্পও। রোমহর্ষক গল্পগুলো পড়ার সময় ভয়ে আত্নারাম খাঁচাছাড়া হওয়ার দশা যেমন হয়, তেমনি মজার ভূতের গল্পগুলোর মজাদার কাহিনিগুলোতে ছড়িয়ে আছে শুধুই আনন্দ। খ্যাতিমান শিশু-সাহিত্যিক খন্দকার মাহমুদুল হাসান এর ভূতের গল্পের বিশাল ভাণ্ডারকে তুলে ধরেছে এ বইটি। বইয়ের গল্পগুলো বাংলাদেশ ও ভারতের পত্রিকা-সাময়িকীতে অন্তত: দুই দশক ধরে ছাপা হয়ে দুই দেশেই ছোটদের মন কেড়েছে। বাংলাদেশের পত্রিকাসমূহের রয়েছে দৈনিক ইত্তেফাক, প্রথম আলো ও ভোরের কাগজসহ শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকসমূহের ছোটদের পাতা এবং রহস্য পত্রিকা, নবারুণ, টইটম্বুর , কথন, অন্য ইশকুল,কিশোর, কিশোর তারকালোক ও কিশোর ভূবন সহ মাসিক প্রত্রিকা ও সংকলন। ভারতের পত্রিকাসমূহের মধ্যে রয়েছে টুকলু, কচি কাঁচার মুক্ত আলো, সঞ্চিতা ও কেকা। বাংলাদেশ ও ভারতের বাংলাভাষী পাঠকদের জন্য এটি একটি দারুণ উপহার।
Khandokar Mahmudul Hasan খন্দকার মাহমুদুল হাসান। বাংলাদেশের প্রখ্যাত গবেষক ও শিশু-সাহিত্যিক। জন্ম ১৯৫৯ খ্রিস্টাব্দের ২৫ আগস্ট। তাঁর শতাধিক গ্ৰন্থ প্রকাশিত হয়েছে। ইতিহাস, প্রত্নতত্ত্ব, চলচ্চিত্র, সাহিত্য ও সাময়িকপত্র বিষয়ক তাঁর মূল্যবান গবেষণাগ্রন্থসমূহ ব্যাপকভাবে প্ৰশংসিত। ছোটদের জন্যে তাঁর লেখা গোয়েন্দাকাহিনি, অ্যাডভেঞ্চার গল্প, রহস্যোপন্যাস, শিকার কাহিনি, ভয়- ভূতের গল্প, বৈজ্ঞানিক কল্পকাহিনি, জীবনী, ইতিহাস ও বিজ্ঞান বিষয়ক গ্রন্থগুলো ঘরে ঘরে সমাদৃত। দুই বাংলার জনপ্রিয় এই সাহিত্যিক সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলাদেশের জাতীয় পর্যায়ে শিশুসাহিত্যের জন্য শীর্ষস্থানীয় সম্মাননা অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার (১৪০৮ ও ১৪১১ বঙ্গাব্দ) ও এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার -২০১৪ । পশ্চিমবঙ্গ থেকে গল্পের জন্যে পেয়েছেন টুকলু পুরস্কার (যতীন্দ্রমোহন রায় স্মৃতি পুরস্কার ২০১৪)। এছাড়াও পেয়েছেন বাংলাদেশ সাহিত্য সংঘ সম্মাননা-২০০৮, স্বভাবকবি গোবিন্দচন্দ্ৰ দাস সম্মাননা, গাজীপুর-২০০৯), রকি সাহিত্য পুরস্কার-২০১০, গবেষক আবদুল হক চৌধুরী স্মৃতি পুরস্কার, চট্টগ্রাম-২০১০; সম্মাননা-পেীর মেয়র ও প্যানেল মেয়র-২, বগুড়া-২০১২, সম্মাননা-এগারখান উন্নয়ন ফাউন্ডেশন, যশোর-২০১৬ । তিনি বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি, ইতিহাস সমিতি ও ইতিহাস একাডেমির সদস্য।