রাসূল সা. প্রেমের সওগাত ভালোবাসার শক্তির চেয়ে বড় শক্তি আর নেই। ভালোবাসার টানেই মানুষ রাজ্য, অর্থ কড়ি, সবকিছুই ছাড়তে পারে। সুতরাং এ ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, হয় রাসূল সা. ও দ্বীনের জন্য তবে একজন মানুষ নিজের প্রাণ দেবে আল্লাহ এবং তার রাসূল সা. এর জন্য। দ্বীনের জন্য। তাই তো হাদীসে এসেছে- পৃথিবীর সমস্ত কিছু থেকে আল্লাহ ও আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে একজন মুসলিমকে। নিজের প্রাণ ও মাল অর্থ কড়ি সব জিনিস থেকে। হৃদয়ে যদি আল্লাহর ও রাসূল সা. এর প্রেম প্রবেশ করে তবে তাকে দ্বীন পালন করার জন্য বলতে হবে না। নিজ থেকেই পরিপূর্ণ দ্বীন সে পালন করবে। এ ভালোবাসার টানেই পৃথিবী সৃষ্টি। ভালোবাসার শক্তিতেই প্ৃথিবী চলমান। বক্ষমাণ গ্রন্থটিতে, প্রথমে আল্লাহ তার নবী মুহাম্মদ সা. কে কেমন করে ভালোবেসেছেন, আল্লাহকে রাসূল সো. কীভাবে ভালোবেসেছেন। এবং প্রেমের নবী মুহাম্মদ সা. তার উম্মতদেরকে কীভাবে ভালোবাসেন, এবং নবীর উম্মত হযরত সাহাবায়ে কেরাম থেকে বর্তমান পর্যন্ত সাহাবী, তাবেয়ী, সাধারণ মুসলমান কীভাবে কত গভীরভাবে আল্লাহর রাসূল মুহাম্মদ সা. কে ভালোবেসেছেন তার একটি উপখ্যান। পাঠক, নাবী প্রেমিকগণ তার পূর্ণ প্রেমের ঝরণাধারায় সিক্ত হবে গ্রন্থটি পড়লে। রাসূল প্রেমের তরঙ্গে সে ভাসতে থাকবে। পৌঁছে যাবে মানজিলে মাকসূদে।