ওলীকুল শিরমণী আল্লামা আবুল বারাকাত আবদুল্লাহ ইবনে আহমদ বিন মাহমুদ আন নাসাফী রহ. এর রচিত হানাফী ফিকহ শাস্ত্রে অমর কির্তী কানযুদদাকাইক। যা হানাফী মাযহাবের গুরুত্বপূর্ণ সমাদৃত মূল চারটি গ্রন্থের মধ্যে অন্যতম ও অতুলনীয়। তখনকার সময় থেকে এ যাবত তা উম্মতে মুসলিমার কাছে যথা মর্যাদায় সমাদৃত। বর্তমান সময়েও বিশ্বের অধিকাংশ মাদ্রাসায় তা পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। আল্লামা নাসাফী রহ. তার ওয়াফী গ্রন্থের সার নির্জাস অত্যন্ত প্রাঞ্জল ও সংক্ষিপ্ত ইবারতে ফিকহে হানাফীকে ফুটিয়ে তুলতে যে নিপুনতার পরিচয় দিয়েছেন তা অনস্বীকার্য। তবে গ্রন্থখানী মাধ্যমিক পর্যায়ের ছাত্র/ছাত্রীদের জন্য উপযোগী হলে ও বাংলা ভাষাবাসী শিক্ষার্থীরা তার মর্ম উপলব্ধি করতে হিমশিম খেয়ে যায়। শিক্ষার্থীদের এহেন দুর্বলতা কাটিয়ে উঠতে প্রয়োজন বাংলা ভাষায় আরবী কিতাবাদীর ব্যাখ্যাগ্রন্থ রচনা করা। তাই ছাত্রদের উন্নতি ও অগ্রগতির দিক বিবেচনা করে অত্যন্ত সহজ সরলভাবে মূল ইবারতের অনুবাদ প্রয়োজনীয় কঠিন শব্দালীর বিশ্লেষণ এবং মাসআলা মাসাঈলের ব্যাখ্যা সহ অন্যান্য বিষয়াদী উপস্থাপনের ক্ষুদ্র চেষ্টা করা হয়েছে। এবং তার নাম দিয়েছি তাসহীলুল হাকাইক। আল্লাহ তাআলা অধমের এ ক্ষুদ্র প্রয়াসকে কবুল করুন। আমীন।