প্র্রজ্বলিত আগুন যেমন গোপন থাকে না তেমন মানুষের প্রতিভাও গোপন থাকে না। প্রতিভা আগুনের ফুলকির মতো বিকশিত হবেই। আলতাব হোসেন উজ্জ্বল একজন প্রতিভাধর মেধাবী কবি। তিনি ও তার প্রতিভাকে গোপন রাখতে পারেননি। শিক্ষকতা পেশার অন্তরালে তিনি গোপন রেখেছেন তাঁর কবি সত্তাকে। না, তাঁর কবিসত্তা গোপন থাকলো না। আলতাফ হোসেন উজ্জ্বল আপাদমস্তকে একজন কবি। তার রন্ধে রন্ধ্রে অণুরণিত হচ্ছে প্রতিভার পঙক্তিমালা। মননশীল সৃষ্টিশীল নান্দনিক কবি বিচিত্র বর্ণিল অক্ষরে গেঁথে চলেছেন গণমানুষের সুখ-দুখ আনন্দ বেদনা রাগ অনুরাগ বিরহ ব্যথা প্রেম ও দ্রোহ। অধিকার সংগ্রামেও সোচ্চার কবি। গভীর জীবনবোধ জীবন ঘনিষ্ঠ বাস্তবতাই কবির কবিতার মূল উপজীব্য। সহজ সরল উপমা সাবলীল বিষয়ে চমৎকার গাঁথুনি। পাঠকের মনে দাগ কেটে যাবে আমার বিশ্বাস। ইতিমধ্যে কবি আলতাফ হোসেন উজ্জলের তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। 'হলুদ সন্ধ্যায়' চাঁদ এটি তার চতুর্থ কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থের কবিতার একটি পঙক্তি: 'ঝিনুকের ভেতরের লালিত সৌন্দর্যের মত ভালবাসি এখনো তোমায়' অন্য আরেকটি কবিতায় কবির রচিত একটি পঙক্তি: 'গোধূলিলগ্ন লাল গোলাপের আদলে তোমার কান্তিমুখ' এমন অনেক অসাধারণ পঙ্গুক্তির সমন্বয়ে কবি সৃষ্টি করেছেন তার নান্দনিক অনবদ্য সৃষ্টি 'হলুদ সন্ধ্যায় চাঁদ'।