আসুন পরিচিত হই অ্যাটিকাস ও’সালিভানের সাথে। যেনতেন কেউ নয় কিন্তু, কেল্টিক পুরাণে বর্ণিত আয়রন ড্রুইডদের সর্বশেষ প্রতিনিধি। এখানেই শেষ নয়। তার সাথে রয়েছে মোহিনী এক কেল্টিক যুদ্ধদেবী–দ্য মরিগান। রয়েছে অ্যাটিকাসের পোষা আইরিশ উলফহাউন্ড ওবেরন৷ যে কিনা আবার অ্যাটিকাসের সাথে মানসিক সংযোগের মাধ্যমে কথা বলে। রয়েছে এক পাল মায়ানেকড়ে–যারা আবার অ্যাটিকাসেরই আইনজীবি। ও হ্যাঁ, শোণিতশোষক একজন উকিলও আছে বটে। উকিল মাত্রই রক্ত চোষা তা-ই তো বলবেন? তাহলে শুনে রাখুন এই উকিলটা সত্যি সত্যিই রক্তচোষা, মানে ভ্যাম্পায়ার আর কী। এক লালচুলো সুন্দরী বারটেন্ডারও আছে, যাকে চারপাশ থেকে ঘিরে আছে রহস্য। প্রবল প্রতিপক্ষ হিসেবে রয়েছে অ্যাঙ্গাস ওগ–কেল্টিক মিথলজির ভালোবাসার দেবতা, যে দুই হাজার বছর ধরে তাড়িয়ে বেড়াচ্ছে অ্যাটিকাসকে। কারণ কিংবদন্তির তলোয়ারটা যে ওরই করায়ত্তে৷ দেবতার একের পর এক আক্রমণ শুরু হলেই জমে ওঠে কাহিনি৷ ওদিকে কী ষড়যন্ত্র পাকাচ্ছে একদল ডাইনি? ঠিক কার জন্য ওবেরনের মাথায় এসে পড়ল খুনের দায়? অ্যাটিকাস কি পারবে বন্ধুদের নিয়ে এই ঘোর বিপদ থেকে বেঁচে ফিরতে? নাকি এখানে খেলা করছে আরো গভীর কোনো পরিকল্পনা? বাতাসে বিশ্বাসঘাতকার ঘ্রাণ৷ দেবতাদের কুটচালে অ্যাটিকাস কি পারবে নিজেকে রক্ষা করতে? পাঠক, আমেরিকার অ্যারিজোনা প্রদেশের টেম্পি শহরে জমে ওঠা এই গল্প আপনাকে ঘুরিয়ে নিয়ে আসবে কেল্টিক পুরাণের রোমাঞ্চকর জগতে৷ দেবে আনন্দদায়ক তৃপ্তি৷