বর্তমান যুগ হলো সাইন্সের যুগ। জ্ঞানের বিভিন্ন উপকরণ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। বিশাল বিশাল চিড়িয়াখানা খুলা হয়েছে। পশু-পাখি নিয়ে গবেষণা করা আজকাল অনেকটা সহজ হয়ে গেছে। কিন্তু আজ থেকে কয়েক শ' বছর আগের কথা চিন্তা করুন। তখন এসব কিছুই ছিল না। সেসময়ের উলামায়ে কেরাম ইসলামের জ্ঞানচর্চার নতুন নতুন দিগন্ত উন্মোচন বর্তমান সময়ের জ্ঞানি-গুণিদেরকেও হতবাক করে দেয়। 'হায়াতুল হায়ওয়ান'-এর রচয়িতা আল্লামা দামিরী রহ. ও কয়েকশ' বছর পুরাতন একজন মানুষ। কিন্তু তাঁর রচিত বিশাল এই গ্রন্থটি জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচনকারী একটি অসাধারণ গ্রন্থ। তিনি এই গ্রন্থে প্রাণীজগতের বৈশিষ্ট্য, এদের জীবন-যাপনের ধরন এবং তদসংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করার সাথে সাথে তৎসম্পর্কীয় পবিত্র কুরআনের আয়াত, তফসীর, হাদীস, ইতিহাস যেমন উল্লেখ করেছেন, তেমনি আলোচ্য প্রাণীর সাথে সম্পর্কিত ফিক্সি মাসায়েল, প্রবাদ-প্রবচন এবং কবিতার সমাহারও ঘটিয়েছেন। সর্বপরি এসকল প্রাণীকে স্বপ্নে দেখার যে ব্যাখ্যা তিনি দিয়েছেন, এক কথায় তার কোনো তুলনা হয় না। সবশেষে বলতে চাই, বিষয়বৈচিত্র, বিস্ময়কর ও দুর্লভ তথ্যের সমারোহ গ্রন্থটিকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে। গ্রহণযোগ্যতার বিচারেও গ্রন্থটি সর্বস্তরের পাঠকের নিকট সমানভাবে সমাদৃত হয়েছে।"