কম্বোডিয়ার খেমার সাম্রাজ্যে সিয়েম রিপের মাটিতে আমরা পা রেখেছিলাম ২০২২ সালের ২০ অক্টোবর। সিয়েম রিপের অলিগলিতে ঘুরে বেড়িয়েছি রাতের বেলা। পরেরদিন ঘুরে দেখেছি প্রাচীন খেমার সাম্রাজ্য। দেখেছি পৃথিবীর সবচেয়ে বড় হিন্দু টেম্পল অ্যাংকর ওয়াট। তার সাথে দেখেছি তা প্রম টেম্পল আর বাইয়ন টেম্পল। ঘুরেছি সিয়েম রিপের লোকাল মার্কেটে। ফল, সবজি ও মাংসের বাজারে। দেখেছি ভিন দেশের বিশাল হাওড় টনলে স্যাপ। রাতের বেলা দেখেছি অপ্সরা নৃত্য। কম্বোডিয়ার পথ প্রান্তর দেখতে দেখতে সিয়েম রিপ থেকে আমরা গিয়েছিলাম নম পেনে। ঘুরে দেখেছি নম পেন শহর। বিকেলের অবসরে বসেছি কিংস প্যালেসের সামনের মেকং নদীর তীরে। ক্রুজের ছাদের ওপর বসে ঘুরে বেড়িয়েছি মেকং নদী। রাতের বেলা নাইট মার্কেটের স্টেজে শুনেছি কম্বোডিয়ার লাইভ মিউজিক।
শেষদিন গিয়েছিলাম চেউং এক বধ্যভূমি দেখতে। দেখেছি সেখানকার মেমোরিয়াল স্তূপয় সাজিয়ে রাখা পল পটের গণহত্যায় নিহত অগণিত মানুষের করোটি। আরও দেখেছি টুওল স্লেং জেনোসাইডাল মিউজিয়াম আর কম্বোডিয়া ন্যাশনাল মিউজিয়াম। তারপর শেষ বিকালের সোনালি রোদে কম্বোডিয়াকে বিদায় জানাতে রওয়ানা দিয়েছিলাম নম পেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে।