বাংলা সাহিত্য অঙ্গনে কবি মাহাতাব উদ্দিন বেশ পরিচিত মুখ। তিনি বহুদিন ধরে বিভিন্ন সাহিত্য সংগঠনের সঙ্গে সম্পৃক্ত আছেন সক্রিয়ভাবে। লেখালেখির সঙ্গে সম্পৃক্ততাও বহুদিনের। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তার কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ। ‘গিরি দাবানল’ গ্রন্থটি কবি মাহাতাব উদ্দিনের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ। তিনি তার নিজের ধারায় এমনকি সমকালীন প্রসঙ্গকে সামনে রেখে ছন্দবদ্ধ কবিতা লিখতে বেশ পারদর্শী। পেশাগত জীবনের নানা ব্যস্ততার মাঝেও সাহিত্যচর্চার প্রতি তার গভীর অনুরাগ তাকে বিন্দুমাত্র টলাতে পারেনি। নজরুলসংগীতের প্রতি তার প্রগাঢ় ভালোবাসার কারণে তিনি সংগীতচর্চা করছেন নিয়মিত। তার কবিতায়ও নজরুলের দর্শন লক্ষ্য করার মতো। কবিতায় সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনধারণ থেকে শুরু করে সমাজের উঁচু ধনিক শ্রেণির লোকেরাও বাদ যায় না তার কবিতায়। শোষিত ও বঞ্চিত মানুষের হাহাকার, দ্রোহ ও প্রতিবাদ তার কবিতার বিষয়বস্তু হিসেবে ধরা দেয়। সমাজসচেতন কবি সাধারণ মানুষের ভাষাকে কবিতায় নান্দনিকভাবে ফুটিয়ে তোলেন কাব্যিকতায়, এটি তার কবিতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। পরিশেষে, কবি মাহাতাব উদ্দিনের গিরি দাবানল কাব্যগ্রন্থটি পাঠকপ্রিয়তা পাবে বলে মনে করছি। উক্ত গ্রন্থের প্রতিটি কবিতা নতুন নতুন চমক পাঠকের মনকে আলোড়িত করতে সক্ষম হবে। পাঠকের অনুপ্রেরণায় কবিকে আগামীতে আরও বেশি সাহিত্যচর্চায় উৎসাহ প্রদান করবে। সকল পাঠক ও লেখকের জন্য নিরন্তর শুভকামনা। কবি আবুল খায়ের।