প্রতিটি মানুষ তার জীবনের হাসি-কান্না, আনন্দ-বেদনা, সফলতা-ব্যর্থতাকে স্বাক্ষর করে রাখতে চায়। তরুণ কবি ¯েœহধন্য ছাত্রনেতা আসাদুজ্জামান আসলামের লেখা কবিতার বই ‘নয়নতারা’ নামকরণেই নান্দনিকতা শিল্পচয়নের স্বাক্ষরতা। লেখক নতুন করে আবিষ্কার করবেন নাকি নতুন করে সাজিয়ে নেবেন নতুন কোনো স্বপ্নÑবইটি পড়লেই সেটি বুঝতে পারবেন। লেখকের স্বপ্নটা সুন্দর হোক। বসন্ত লেখকের ইচ্ছের রঙে মিশে যাক। আমরা যা দেখি, যা শুনি, যা অনুভব করি সেসব বিষয়গুলো বর্ণবিন্যাসে সাজানোর নামই সাহিত্য। সাহিত্যের অন্যতম একটি শাখার নাম কবিতা। কবিতা ঐশ্বরিক দান। কেউ চাইলেই কবি হতে পারে না। কবিরা নতুন সৃষ্টিতে জেগে ওঠেন। আঁধারে আলো জ্বালেন জ্ঞানের নব বাণীতে। কবি ইচ্ছায় ও কবিতার বাসর সাজেন। কবিতার প্রহর সৃষ্টিতে লাগে আবেগ আর বিশেষ মুহূর্ত। এ মুহূর্তের নাম কবিতার প্রসব বেদনা। কবিতার প্রসব বেদনা যার যত বিস্ময় তার কবিতা হয় তত শক্তিশালী। তরুণ কবি আসলামের কবিতার বই একটি শক্তিশালী সাহিত্য সৃষ্টি হবে বলে মনে হয় বইটির নামকরণ দেখেই। আমি এ তরুণ কবির সফলতা কামনা করছি। মাহমুদুল হাসান নিজামী কবি, গবেষক, বহুভাষাবিদ সভাপতিÑজাতীয় কবিতা মঞ্চ সম্পাদক, দৈনিক দেশজগত