এসো স্বপ্নের মতো দেশ গড়ি আমরা সবাই জানি, মানুষ সামাজিক প্রাণী। সমাজে বসবাস করতে গিয়েই মানুষের মধ্যে সামাজিকতার বহিঃপ্রকাশ ঘটে। সামাজিকতা মূলত মানুষে মানুষে সামাজিক আচরণ, সংস্কৃতি ও ভাবের আদান-প্রদান। এর থেকে বুঝা যায়, মানুষ সমাজিক প্রাণী হিসেবে সবসময় মিলেমিশে গোষ্ঠীবদ্ধভাবে জীবন যাপনে অভ্যস্ত। প্রত্যেকটি গোষ্ঠীবদ্ধ জাতি নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য একটি সীমারেখা টেনে দেয়। সীমারেখাটা শুধু নিরাপদ জীবন যাপনের জন্যই নয়, সাথে অর্থনৈতিক কিংবা ভূখণ্ডের নিরাপত্তাও থাকে। নিজেদের ভূখণ্ডই নিজের দেশ বা মাতৃভূমি। অন্যভাবে বলা যায়, নিজের জন্মভিটাটি যে ভূখণ্ডে সেটাই নিজের দেশ। সবাই চায় নিজের দেশটা নিজের ভাবনায় চলুক। কিন্তু চাইলেই সেটা হয়ে উঠে না। সবার আন্তরিক চেষ্টায় গড়ে তুলতে হয় ধীরে ধীরে। ১৯৪৭ থেকে ১৯৭১ এর হাত ধরে অনেক ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন ভূখণ্ড। আমাদের প্রিয় স্বদেশ। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধ শেষে আমাদের দেশকে নতুনভাবে সাজাতে বিভিন্ন সময় বিভিন্ন সরকার নানাভাবে চেষ্টা করেছে এবং করছে। যুগে যুগে দেশের প্রতিটি উন্নয়নে, জাগরণে তরুণদের সহযোগিতা ছিল। এখনও আছে। সম্প্রতি ৫ আগস্ট ২০২৪ বাংলাদেশে নতুন একটি স্বপ্নের বীজ রোপিত হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পুরো দেশজুড়ে সবাই আবারও নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। সেই স্বপ্নের বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর বাংলাদেশ। আজকের শিশু-কিশোররাই আমাদের সেই তারুণ্যের বাংলাদেশের প্রেরণা। আমরা সবাই মিলে গড়ে তুলবো আমাদের সেই স্বপ্নের সোনার বাংলাদেশ। .
Moin Mursalin এ সময়ের উজ্জ্বল একনিষ্ঠ সাহিত্যকর্মী। তাঁর ধ্যান-জ্ঞান-বিচরণ-মননজুড়ে শুধুই সাহিত্য। তিনি একাধারে কবি, শিশুসাহিত্যিক, প্রকাশক, সম্পাদক ও সাহিত্য সংগঠক। জন্ম ১৯৮৪ সালের ১০ জানুয়ারি ঢাকার মগবাজার মধুবাগ পিত্রালয়ে। শিক্ষাজীবনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি তিতুমীর কলেজ থেকে বাংলায় অনার্স এবং মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ছোটবেলা থেকেই মঈন মুরসালিন জড়িয়ে পড়েন সাহিত্যের সাথে। নিয়মিত লিখছেন জাতীয় দৈনিক, মাসিক, সাপ্তাহিক পত্রিকাগুলোতে। এ যাবৎ প্রকাশিত মৌলিক গ্রন্থ ১৭টি। কর্মজীবনের সূচনা প্রকাশনার মাধ্যমে। নিজস্ব মেধা মনন দিয়ে গড়ে তুলেছেন ‘প্রতিভা প্রকাশ’ নামক প্রকাশনা প্রতিষ্ঠান। প্রতিভা প্রকাশ থেকে এ যাবৎ প্রকাশিত হয়েছে চার শতাধিক গ্রন্থ। তিনি ২০০৬ সাল থেকে নিজ সম্পাদনায় নিয়মিত প্রকাশ করেন ছোটদের পত্রিকা ‘কানামাছি’। এছাড়াও জড়িত আছেন বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে।