লেখক এম এম আলমগীর ১৯৫৫ সালের ১১ অক্টোবর ভারতের জামসেদপুরে জন্মগ্রহণ করেন পিতার চাকরির সুবাদে। তাঁর পিতা প্রয়াত আবু তালেব মুন্সী। মা প্রয়াত নূর জাহান বেগম। পাঁচ ভাই—বোনের মধ্যে লেখক দ্বিতীয়। তিনি নিজ গ্রাম গুরি পাড়ার পাশের গ্রামে অবস্থিত বাইশ রশি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। এরপর পালং তুলাসার গুরুদাস উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭১ সালে মাধ্যমিক পাস করে ভর্তি হন মাদারীপুর নাজিমউদ্দিন কলেজে। আর্থিক সংকটের কারণে নিয়মিত লেখাপড়া অব্যাহত রাখতে না পারায় অপরিণত বয়সে শিক্ষকতা পেশায় নিয়োজিত হন। এরপর ১৯৮১ সালে কবি নজরুল কলেজ থেকে প্রাইভেট পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে ১৯৮৪ সালে জগন্নাথ কলেজ থেকে (নৈশ শাখা) বিএ পাস করেন। বর্তমানে তিনি বিপত্নীক। তাঁর স্ত্রীর নাম মনজু বেগম। ব্যক্তিজীবনে তিনি তিন কন্যা সন্তানের জনক। বড় কন্যা শারমিন জাহান প্রভা বাংলায় স্নাতকোত্তর পাস করার পর সাতবছর একটি কলেজে প্রভাষক পদে চাকরি করেছে। বর্তমানে সে লন্ডনপ্রবাসী। মেঝো মেয়ে সিফাত জাহান শুভ্রা ইংরেজিতে স্নাতকোত্তর পাস করে দুইবছর বিবাহিত জীবন পার করে কর্মজীবনে প্রবেশের আগেই ২০১৫ সালে মাত্র ২৯ বছর বয়সে হৃদপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে অকালমৃত্যু বরণ করে। ছোট মেয়ে বুশরাত জাহান তন্দ্রা ল’তে স্নাতকোত্তর পাস করে বৃত্তি পেয়ে হাঙ্গেরিতে পিএইচডি করছে। সংস্কৃতমনস্ক এম এম আলমগীরের লেখালেখির অভ্যাস বহু পুরনো। প্রতিকূল পরিবেশ ও বৈপরীত্যের কারণে লেখালেখির ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। একজন বিজ্ঞানমনস্ক, যুক্তিবাদী ও প্রগতিশীল মনের মানুষ তিনি।