গুরুত্বপূর্ণ নসীহত হাকীমুল উম্মত মাওলানা থানভী র. বলেন- 'আজকালকার তালেবে ইলমরা একথা ভেবে রেখেছে যে, পড়ালেখা থেকে ফারেগ হওয়ার পর আমলের দিকে মনোযোগী হবো। এটা সম্পূর্ণরূপে একটা শয়তানী ধোঁকা, যার ফলে জীবনভর কখনো আমল করার তাওফীক হয় না। মনে রেখো, সব কিছুরই প্রথমবার যে আছর হয়, সেরূপ পরবর্তীতে কখনো হয় না। যখন ইলম হাসিল করার সময়ে কোনো কাজের সওয়াব বা গুনাহ জানা যায়, সে-সময়ে অন্তরে একটা খাস আছর হয়। যদি সে আছর দ্বারা সে সময়ে কাজ নেওয়া যায় এবং আমলের প্রতি গুরুত্ব দেওয়া যায়, তো সে আছর পরবর্তীতেও বহাল থাকবে। তা না হলে সে আছর অন্তর থেকে চলে যাবে; দ্বিতীয়বার আর তা সহজে অর্জিত হবে না। যখন কুরআন হাদীস পড়ার সময়ে তুমি পৃষ্ঠা উল্টিয়ে গেলে, কিন্তু তোমার অন্তরে তারগীব-তারহীবের কোনো আছর পড়লো না, তো তোমার অন্তরে প্রভাব ফেলবে? যখন শুরু থেকেই তুমি এ খেয়াল করে চোখ বন্ধ করে রেখেছো যে, এগুলোর উপর আমল করার সময় এটা নয়; তবে স্নেহের ভাই, এ আশাও করো না যে, পড়ালেখা শেষ করার পর সেটার কোনো আছর তোমার অন্তরে পড়বে। প্রথমবারই যখন তোমার অন্তর সেটাকে পিছিয়ে দিয়েছে তো পরে আবার কী করে সেটা আছর কবুল করবে? আজকালকার তালেবে ইলমরা এটা বুঝে রেখেছে যে- يَجُوزُ لِطَالِبِ الْعِلْمِ مَا لَا يَجُوزُ لِغَيْرِهِ 'তালেবে-ইলমদের জন্য এমনসব বিষয় জায়েয যা অন্যের জন্য জায়েয নয়।' এটা কি কোনো আয়াত বা হাদীস? না কি এটা কোনো ইমামের ফতওয়া?