কাহিনী সংক্ষেপঃ সেন্দাইয়ের অধিবাসী মিচিকো ওশিতানিকে মৃত অবস্থায় পাওয়া গেল টোকিওর এক অ্যাপার্টমেন্টে। শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তাকে। অ্যাপার্টমেন্ট মালিকেরও কোন খোঁজ নেই। একদম যেন হাওয়ায় মিলিয়ে গেছে সে। টোকিওতে এসে ওই অ্যাপার্টমেন্টে কেন গিয়েছিল মিচিকো? জানে না পুলিশ, জানে না কেউ। সূত্র বলতে সেরকম কিছুই নেই পুলিশের হাতে। ঠিক একই সময়ে টোকিওর অদূরে এক নদীর তীরে ঝুপড়ি ঘরের মধ্যে পাওয়া গেল গৃহহীন এক ব্যক্তির লাশ। দু’টো ঘটনার মধ্যে কোন যোগসূত্র আছে? এই আপাত অন্ধকারেই তদন্তে নেমে মিলল টিম টিম করে জ্বলতে থাকা একটুখানি আলোর সন্ধান। মিচিকো ওশিতানির খুনের তদন্তের দায়িত্বে থাকা এক ডিটেকটিভ পরামর্শ নেওয়ার জন্য দেখা করলো ডিটেকটিভ কাগার সাথে। জানা গেল, এই কেসের সাথে অপ্রত্যাশিত এক সম্পর্ক আছে কাগার মায়ের। বহুবছর আগে, স্বামী সন্তানকে ফেলে তিনি চলে গিয়েছিলেন কোথাও। এরপর নিঃসঙ্গ অবস্থায় বরণ করে নিয়েছিলেন অমোঘ মৃত্যুকে। তাই অমীমাংসিত অবস্থায় রয়ে যায় বহু রহস্য। দ্য ফাইনাল কার্টেইন উপন্যাসে ডিটেকটিভ কাগা এবং মাতসুমিয়ার সাথে প্রিয় পাঠক আবারো নামবেন রহস্যের সমাধানে। তবে এবারের রহস্য যেনতেন রহস্য নয়। এবারে ব্যাপারটা কাগার ব্যক্তিগত।
কেইগো হিগাশিনো (জন্ম: ফেব্রুয়ারি ৪, ১৯৫৮, ইকুনো ওয়ার্ড, ওসাকা, জাপান) একজন জাপানি লেখক প্রধানত তার রহস্য উপন্যাসের জন্য পরিচিত। তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাপানের রহস্য লেখকের ১৩ তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন।