কিছু কিছু লেখা কালের সাক্ষী হিসাবে ইতিহাসের উপাদানে পরিণত হয়। এসব লেখাই ইতিহাসের দুঃস্বপ্ন তাড়িত পথভোলা পথিককে ধাক্কা দিয়ে জাগিয়ে তোলে। ডক্টর সৈয়দ সাজ্জাদ হোসায়েনের লেখা ‘একাত্তরের স্মৃতি’ গ্রন্থটি তেমনি বৈশিষ্ট্যের দাবি রাখে। গ্রন্থটির ভাষা অত্যন্ত চমৎকার সাদামাটা সহজবোধ্য ও সাবলীল—যেমন এক বৃদ্ধ বিজ্ঞ প্রবীণ বুদ্ধিজীবী তাঁর স্মৃতির পাতা একের পর এক খুলে চলেছে অনাগত সন্তানদের উদ্দেশ্যে। সিনেমার পর্দায় যেমন করে ভেসে ওঠে একেকটি মুখ, এক একটি চরিত্র। অনুরূপভাবে গ্রন্থটিতে ভেসে উঠেছে এক একটি মুখ, এক একটি চরিত্র—সমকালীন ঘটনাপ্রবাহ তার নিজস্ব রঙ নিয়ে। আমাদের ইতিহাসও অনুরূপ দুঃস্বপ্নে ভারাক্রান্ত এবং মিথ্যাচার গুজব ও বানোয়াট কল্পকাহিনিতে আচ্ছাদিত। এ থেকে আমরা এবং অনুসন্ধিৎসু মানুষ বেরিয়ে আসতে চায়। কিন্তু অধিকাংশই দুঃস্বপ্নের ঘোর থেকে বেরিয়ে আসতে পারছে না। আমাদের ইতিহাস হলো সর্বজনস্বীকৃত মিথ্যা। স্বাধীনতার সূচনা পর্ব থেকে আজ অবধি আমাদের ইতিহাসের যে অবয়ব বিমূর্ত হয়ে আছে সেটাও সর্বজনস্বীকৃত মিথ্যা। উচ্চ গলায় উচ্চারিত মিথ্যা দিয়ে নির্মিত হয়েছে এ ইতিহাস। যেমন, ৩০ লক্ষ শহিদের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশ—এটা এক অকল্পনীয় মিথ্যা। আর এ মিথ্যা প্রতিষ্ঠা করা হয়েছে গায়ের জোরে! তথ্যানুসন্ধানের পথে কেউ এগোয়নি। তবে বর্তমানে যে অপচেষ্টা চলছে তার লক্ষ হলো, আমাদের শত শত বছরের ইতিহাস এবং কালচারকে একেবারে মুছে ফেলা! এই বই সেই অপচেষ্টার বিরুদ্ধে দলিল।
Syed Sajjad Husain (1920-95) was educated at Dhaka and Nottingham Universities. He completed a PhD at Nottingham in 1952. For his PhD, he studied Rudyard Kipling (1865-1936) and explored the British author's knowledge of the social and religious life of the Indian subcontinent. He was professor of English in Dhaka University until 1969, and joined Ummul-Qura University in Makkah, Saudi Arabia in 1975, retiring in 1985. He was for a short period in 1975 a Fellow of Clare Hall in Cambridge University, England. He travelled widely in Asia, Europe, and North America. He was a delegate to a congress of Muslim scholars in Islamabad, Pakistan (1969), the conference on world religions in Kyoto, Japan (1970), and the congress of Iranologists in Shiraz, Iran (1971). He also participated in the international conference on Muslim education held in Makkah, Saudi Arabia (1977). Husain’s publications include A Young Muslim's Guide to Religions in the World (1992); Crisis in Muslim Education (in collaboration with Syed Ali Ashraf [Hodder and Stoughton, 1979]); Mixed Grill (a collection of essays on religion and culture [Orient Longman, 1963]); Descriptive Catalogue of Bengali Manuscripts (Asiatic Society, Dhaka, 1960); an essay on Pakistani writing in English in The Commonwealth Pen (ed. by Alan McLeod, Cornell University Press, USA, 1961); and the entry on Bangladesh in The Encyclopaedia Britannica. He was a contributor to Islamic Encyclopaedia published from Turkey. Husain also wrote in Bengali a two-volume history of English Literature published by the Bangla Academy, Dhaka (1984, 1989).