অসুস্থতা আমাদের জীবনের একটি অংশ। সুস্থতা এবং অসুস্থতা মহান আল্লাহর দান। রাসূলুল্লাহ (স.) কীভাবে সুস্থ থাকতে হবে এবং অসুস্থতায় চিকিৎসার গুরুত্বারোপ করেছেন। হাদিসে বর্ণিত আছে, ‘হে আল্লাহর বান্দাগণ, তোমরা ওষুধের ব্যবস্থাপনা করো কেননা মহান আল্লাহ যত রোগ সৃষ্টি করেছেন প্রতিটি রোগের ওষুধও সৃষ্টি করেছেন।’ প্রয়োজনের তাগিদে আল্লাহর রাসূল (স.) নিজেও ওষুধ ব্যবহার করেছেন এবং সাহাবায়ে কেরামের বিভিন্ন শারীরিক ও আত্মিক অসুস্থতার চিকিৎসা প্রদান করেছেন। আল্লামা ইবনু কাইয়্যিম রচিত চলমান গ্রন্থটি আল্লাহর রাসূল (স.)-এর বিভিন্ন সময়ের দেওয়া বিভিন্ন চিকিৎসা পরামর্শের সামগ্রিক রূপ। যেখানে বিভিন্ন রোগের মৌলিক কারণ, অসুস্থ হওয়ার পথ রুদ্ধ করা বিভিন্ন প্রতিষেধক এবং ওষুধের সহজ পদ্ধতি স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি শারীরিক সুস্থতা ধরে রাখতে মনস্তাত্ত্বিক বিভিন্ন পদ্ধতির পরিপূর্ণ বিশ্লেষণ করা হয়েছে। বর্তমানে আধুনিক চিকিৎসাবিজ্ঞান যথেষ্ট উন্নতি লাভ করেছে। কিন্তু আল্লাহর রাসূল (স.)-এর ঐশী পদ্ধতিতে প্রাপ্ত চিকিৎসা পদ্ধতির সামনে তা কোনো অবস্থানই রাখে না। রাসূল (স.)-এর নির্ভুল চিকিৎসা পদ্ধতির কার্যকারিতা অনস্বীকার্য ও নজিরবিহীন। রাসূল (স.)-এর দেখানো চিকিৎসা পদ্ধতির সম্মিলিত রূপের এই গ্রন্থটি একদিকে যেমন অসুস্থ ব্যক্তিদের হাতের নাগালে বিভিন্ন কার্যকরী ওষুধের সন্ধান দিবে পাশাপাশি চিকিৎসাবিজ্ঞানে অভিজ্ঞ ডাক্তার ও গবেষকগণের সামনে চিকিৎসা জগতে এক নতুন দিগন্তের দ্বার উন্মোচন করবে। পাঠকদের জন্য এতে রয়েছে সহজ পদ্ধতিতে উন্নত চিকিৎসা ও আত্মিক সাধনার এক জ্ঞানভা-ার।