আশরাফুল মাখলুকাত মানুষ জন্মগত জ্ঞানপিপাসু, তারই ধারাবাহিকতায় নিত্য দিন সেই জ্ঞানের সন্ধান করে বেড়ায়। ইতিহাসের শিকড় অনুসন্ধান করা ও তার মূল ভিত্তি জানা প্রতিটা মানুষের জন্য অত্যাবশক। হয়ত কেউ সেই শিকড়ের সন্ধান খুজে পায়, কেউ পায় না! তবুও মানুষ তার খোজে পথে ঘুরে বেড়ায়। ইতিহাস চর্চা করা ও সেই মত নিরন্তন কাজ করে যাওয়া। এই গ্রন্থের অনুসন্ধানের বিষয় হচ্ছে, ‘জিন্নাহর গমনপথ’-অর্থাৎ কী ভাবে ইসলাম এই বিদেশি পরিচয় হারানো। প্রথমে ভারতীয় হলো, তারপর এই ভৌগোলিক ভুখণ্ডে অধিকাংশ মানুষের মাঝে ছড়িয়ে পড়ার চেষ্টা করলো। সে ইসলামের আদর্শগত বিশ্বাসের ধারক, মুসলিম জনমতে একটা বড় অংশের প্রতিনিধি। তাই মুসলিম লীগ চেয়েছিলো কিংবা বলা ভাল এবং তারা ধরেই নিয়েছিলো একটি মাত্র মাধ্যম মুসলিম রাষ্ট্র। মুহাম্মদ আলী জিন্নাহ সেই বিশ্বাস থেকে পাকিস্তান সৃষ্টির জন্য কাজ করে গেছেন নিরলসভাবে। মুহাম্মদ আলী জিন্নাহ ভৌগোলিক নয় বরং ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে রাষ্ট্র গঠন করতে চেয়েছেন যার বাস্তবায়ন হয় ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান নামক দু’টি রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে। ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার লুকানো ইতিহাস জানতে “একজন জিন্নাহ ভারত-পাকিস্তান স্বাধীনতা” একটি আদর্শ গ্রন্থ হিসাবে বিবেচ্য হতে পারে।