তথ্যপ্রযুক্তি-নির্ভর এই সভ্যতায় আমাদের জীবনযাত্রা, আমাদের বেড়ে ওঠা। জীবন পরিচালনায় আমরা পশ্চিমা সংস্কৃতি, পশ্চিমা মানসিকতা, ধর্ম ও নৈতিকতা বিবর্জিত পশ্চিমা জীবনদর্শনের ফলে দুনিয়ার মোহে পড়ে ভুলে গেছি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য ও গন্তব্য। আমাদের জ্ঞান, প্রজ্ঞা, বিবেক রয়েছে বলেই আমরা অন্যান্য প্রাণীর চেয়ে ভিন্ন, অন্য সৃষ্টির চেয়ে আমরা শ্রেষ্ঠ। আমরা মানুষ। মানুষ বলেই আমরা ন্যায়-অন্যায় বুঝি। আমরা খুন-ধর্ষণের বিচার চাই। চাই সামাজিক নিরাপত্তা, বৈষম্যহীন সমাজব্যবস্থা। স্বাধীনতার দাবিতে সোচ্চার হই। রাস্তায় কিছু কুকুর একত্র হয়ে নিপীড়নবিরোধী সমাবেশ করছে, কখনো কি এমন হয়েছে? আমরা যে কুকুর বা ভেড়ার মতো শুধুই একটা প্রাণী নই, বুঝতে পারছেন? আমরা অনন্য। আমরা মানুষ। আর মানুষমাত্রই আপনাকে তিনটি মৌলিক প্রশ্ন নিজেকে করতে হবে
১. কোথা থেকে আমার এই অস্তিত্ব? ২. আমার এই অস্তিত্বের উদ্দেশ্য কী? ৩. আমার গন্তব্য কোথায়? এই গ্রন্থে আরবের বিখ্যাত লেখক ও পৃথিবীখ্যাত দায়ি সুন্দর ভাষাপ্রয়োগে, আকর্ষণীয় ভঙ্গিতে তারই প্রতিচ্ছবি তুলে ধরেছেন বিভিন্ন প্রবন্ধের মাধ্যমে। পড়ুন, ‘নানা রঙের জীবন’ আর ভাবুন নিজেকে নিয়ে...