আমরা চাই, কোমলমতি শিশুরা টাচ্ মোবাইলের অপসংস্কৃতির আসক্তি থেকে বেরিয়ে আসুক! ভবিষ্যতে গড়ে উঠুক, সুশিক্ষিত দক্ষ নাগরিক হিসেবে। সচেতন বাবা-মা এবং বিচক্ষণ শিক্ষকগণ আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। ফ্লাশকার্ড! না..., এটি কোনো বড়দের খেলার কার্ড বা উপকরণ নয়। শিশুদের মনোযোগ টাচ্ মোবাইলের স্ক্রিন থেকে দৃষ্টি ফিরিয়ে এনে শিক্ষায়-শিক্ষায় বিনোদন দেয়া-ই আমাদের উদ্দেশ্য। শুধু তাশখেলার কার্ডের সাইজ খানিকটা ফলো করে বিনোদনের মাধ্যমে মজার মজার সব বিষয় নিয়ে শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। Action Words Flashcards ৩২টি কার্ড একটি বক্সে। শিশুরা সাধারণত যে কাজগুলো করে থাকে-ছবির মাধ্যমে তার বিবরণ দেয়া হয়েছে। এক একটি কাজের জন্য আলাদা আলাদা কার্ডে উপস্থাপন করা হয়েছে। কার্ডের অপরপাশে সেই কাজের শব্দ বাংলা-ইংরেজিতে দেয়া হয়েছে। আবার সেই শব্দের বাক্যও বাংলা-ইংরেজিতে দেয়া হয়েছে। বাক্যগুলো শিক্ষণীয় ও সহজ সরল ভাষায় দেয়া হয়েছে। কার্ডগুলো কোণা রাউন্ড করায় বাচ্চারা ব্যথা পাবে না এবং সহজভাবে ব্যবহার করতে পারবে। কার্ডগুলো উভয়পাশে লেমিনেশন করায় সহজে নষ্ট হবে না। আপনার আদরের সোনামণিরা আনন্দে আনন্দে শিক্ষা গ্রহণ করতে পারবে।