‘আল্লাহ তায়ালা আমাকে ভালোবাসে’ কথাটা শুনতেই বিপুল বিস্ময় কাজ করে। মন যেন বিশ্বাসই করতে চায় না, আল্লাহ তায়ালা এত মহান ও পরাক্রমশালী হয়ে তাঁর ক্ষুদ্র বান্দাকে ভালোবাসবেন! তবে বাস্তব সত্য হলো, মা যেমন তার সন্তানকে ভালোবাসেন, মহান আল্লাহ এরচেয়েও অধিক পরিমাণে তাঁর বান্দাদের ভালোবাসেন। বান্দার জন্য আল্লাহর ভালোবাসা দুই ধরনের। ১, ব্যাপক ২, নির্দিষ্ট। আল্লাহর অবারিত রহমত পৃথিবীর সকল মানুষের জন্য হলেও তাঁর সবিশেষ অনুগ্রহ শুধু কতিপয় বান্দার জন্য খাস। যারা নিজের সবটুকু দিয়ে আল্লাহকে ভালোবাসতে পেরেছে, তার যথাযথ আনুগত্য স্বীকার করেছে, তাদের জন্যই আল্লাহর এ বিশেষ ভালোবাসা বরাদ্দ। যে ভালোবাসার ফলে বান্দা দুনিয়া ও আখেরাত—উভয় জগতে কল্যাণ লাভ করবে। মানবজীবনের একমাত্র উদ্দেশ্যই আল্লাহর এ বিশেষ ভালোবাসা অর্জন করা। বক্ষমান গ্রন্থে লেখক বান্দার প্রতি আল্লাহর অনুগ্রহ ও ভালোবাসার কথাগুলো তত্ত্ব-নাযরিয়্যাত সহকারে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। সেই সাথে কার জন্য আল্লাহর বিশেষ ভালোবাসা, কী করলে বিশেষ ভালোবাসা অর্জন করা যাবে, তার পথ ও পন্থা খুব সাবলীলভাবে আলোচনা করেছেন। কেউ যদি নিগুঢ়ভাবে আল্লাহ তায়ালার সাথে ভালোবাসা স্থাপন করতে চায়, তাহলে এ বইটি তাকে সে পথ দেখাবে। বান্দার জীবনের একমাত্র লক্ষ্য আল্লাহর ভালোবাসা অর্জনের পথে রাহবারী করবে।