"আগষ্ট পর্যন্ত বাঁচকে চাই বই সম্পর্কে কিছু কথা -- আসসালামু আলাইকুম, পাঠকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি।বইটিতে আপনারা হয়তো মনে করবেন বঙবন্ধু কে নিয়ে লিখেছি।কিন্তু আসলে তা ঠিক না। আগষ্ট মাসের ২৭ তারিখ আমার মা মারা যান, তখন মাকে নিয়ে একটি কবিতা লিখি সেই কবিতার নামেই এই বইটির নাম দেওয়া হয়ে থাকে।আমি যেন আগষ্ট মাস পর্যন্ত বাচঁতে পারি।মায়ের মৃত্যু বার্ষিকী দেখে যেতে পারি তাই বইয়ের নাম দিয়ে থাকি, " আগষ্ট পর্যন্ত বাচঁতে চাই "। তবে হে,যেহেতু শেখ মুজিব মারা যায় আগষ্ট মাসে তাই কবিতা টি সাজাতে তার নামটা ব্যবহার করেছি।বইটিতে চেষ্টা করেছি ভালো কিছু শিক্ষনীয় কবিতা দিয়ে সাজাতে।তাই আপনারা পড়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমার লেখা স্বার্থক হবে। পড়ার সময় কোন ভুল যদি দৃষ্টিতে পরে, তবে সেটা ক্ষমার চোখে দেখবেন। আসলে একজন লেখকের কাছ থেকে ভালো লেখা পেতে হলে তার কাজ তাকে করতে দিতে হবে। ভালো লেখক হবার জন্য ভালো সময় দিতে হবে। কিন্তু আমাদের দেশের লেখকদের উৎসাহ, উদ্দিপনা আর সাহস দেওয়ার মত কেউ নেই।তাই একজন লেখকের কাজ শুধু লিখে যাওয়া, কিন্তু শহরে জীবন,সংসার জীবন, আর ভাড়াটিয়া দের জীবন এসব সামলাতে একজন লেখক কে দেখা যায় , লেখার পাশাপাশি যাচ্ছে তাই কাজ করতে। আর এসব লেখক রা একসময় হারিয়ে যায়। এজন্য দায়ি এদেশের মানুষ, সমাজ সংসার আর রাষ্ট্র। সর্বশেষ আপনাদের দোয়া আর ভালোবাসাই হবে আমার উৎসাহ,উদ্দিপনা আর সাহস। এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আমি ক্ষুদ্র লেখক এস এ বিপ্লব।