কথাসাহিত্যিক সাহাব উদ্দিন হিজল লেখালেখির প্রথম থেকেই মুক্তিযুদ্ধের ওপর সফলভাবে গল্প-উপন্যাস লিখে আসছেন। ১৯৭১-এর মুক্তিযুদ্ধ ছিল বাঙালির মানসচেতনাজাত অপ্রতিরোধ্য আকাঙ্ক্ষার ফল। সে সময় একদিকে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের অকুতোভয় লড়াই, অন্যদিকে দেশের ভিতরে হাতের মুঠোয় মৃত্যুকে নিয়ে সাধারণের বসবাস। লেখকের "মুক্তিযুদ্ধের নির্বাচিত গল্প" গ্রন্থের গল্পগুলোও সে প্রেক্ষাপটকে সামনে রেখেই রচিত। তার প্রকাশিত ৩টি গল্পগ্রন্থের মুক্তিযুদ্ধের গল্পগুলো থেকে বাছাইকৃত ১৭টি গল্প এ গ্রন্থে স্থান পেয়েছে। গল্পে লেখক কাহিনী বর্ণনা, চরিত্র, চিত্রন, ভাষার প্রয়োগ ও ছোটগল্পের গতি সমুন্নত রাখতে সচেষ্ট থেকেছেন। অধিকাংশ গল্প দাগ কেটে যায়; পাঠককে উপনীত করে ভয়াল একাত্তরে। প্রায় সবগুলো গল্পের পটভূমি গ্রাম, সেই গ্রামের পরিস্থিতির ভয়াবহ বাস্তব বর্ণনা এবং গ্রামের মানুষের মুখের ভাষাকে তিনি প্রাণদান করার চেষ্টা করেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের গ্রন্থ তালিকায় সাহাব উদ্দিন হিজল-এর "মুক্তিযুদ্ধের নির্বাচিত গল্প" এক আলাদা মাত্রা বয়ে আনবে বলে আমার বিশ্বাস। গল্পগ্রন্থটি দ্রুত পাঠকপ্রিয় হয়ে উঠুক, এই কামনা করি।