কিভাবে পড়বেন এই বইটি? এই বইটি আমরা সাজিয়েছি এমনভাবে, যেন প্রতিটি শিক্ষার্থী সহজেই ধাপে ধাপে নেতৃত্বের বিভিন্ন স্তরে প্রস্তুতি নিতে পারে। বইটি পড়ে আপনি পাবেন: ■ টপিকের প্রয়োজনীয় তথ্য: প্রতিটি বিষয় সম্পর্কে সহজ ও প্রাসঙ্গিক তথ্য, যা নেতৃত্বের প্রয়োজনীয় ধারণা গড়ে তুলতে সাহায্য করবে। ■ জেলা রাউন্ডের প্রস্তুতি: প্রতিটি টপিকের সাথে যুক্ত করা হয়েছে জেলা রাউন্ডের প্রশ্ন প্যাটার্ন ও প্রস্তুতির জন্য আইডিয়া। এসব প্রশ্ন আপনাকে জেলা রাউন্ডের জন্য ভালোভাবে প্রস্তুত হতে সাহায্য করবে। ■ ডিভিশনাল রাউন্ডের প্রস্তুতি: জেলা রাউন্ড পেরিয়ে গেলে, ডিভিশনাল রাউন্ডের জন্য প্রস্তুতির উপায় ও কৌশল এখানে পাওয়া যাবে। ■ ন্যাশনাল রাউন্ডের প্রস্তুতি: জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার প্রস্তুতির জন্য দিকনির্দেশনা ও টিপস। ■ ইন্টারন্যাশনাল রাউন্ডের প্রস্তুতি: আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এবং কৌশলও বইটিতে অন্তর্ভুক্ত রয়েছে। পড়ার পদ্ধতি: প্রথমে প্রতিটি টপিকের প্রয়োজনীয় তথ্যগুলো ভালোভাবে বুঝে নিন। এরপর, জেলা রাউন্ডের প্রস্তুতি নিয়ে কাজ শুরু করুন। জেলা রাউন্ডের প্রশ্নগুলো সমাধান ও অনুশীলন করুন এবং প্রশ্ন প্যাটার্নগুলো আয়ত্ত করুন। যখন জেলা রাউন্ড শেষ করবেন, তারপর ডিভিশনাল, ন্যাশনাল, এবং ইন্টারন্যাশনাল রাউন্ডের প্রস্তুতি ধাপে ধাপে এগিয়ে নিতে পারবেন। এই পদ্ধতিতে বইটি পড়লে প্রতিযোগিতার প্রতিটি স্তরের জন্য আপনি সুসংগঠিত ও আÍবিশ্বাসী থাকবেন।
Title
ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পেটিশন প্রস্তুতিমূলক বই