রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভাগমনের ঘটনা পৃথিবীতে হঠাৎ বা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেনি। আসমানি কিতাববারী তথা ইহুদি ও খ্রিষ্টানরা কয়েক শতাব্দী ধরে (শেষনবির আগমনের) 'প্রতিশ্রুতি' বাস্তবায়নের অপেক্ষায় ছিল। মহাগ্রন্থ আল-কুরআনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের জন্য জাতির পিতা ইবরাহিম আ.-এর দোয়া স্পষ্টভাবে বর্ণিত আছে। দোয়াটি মূলত শুধু এককভাবে ইবরাহিম আ.-এর নয়। এটি একটি বরকতময় সময়ে ও একটি বরকতময় জায়গায় দুজন পুণ্যাত্মার মুখ থেকে একযোগে নিঃসৃত হয়েছিল। এতে ইবরাহিম আ.-এর সঙ্গে তার কলিজার টুকরা সন্তান ইসমাইলও শরিক ছিলেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَعِيل "এবং (স্মরণ করুন সেই সময়ের কথা) যখন ইবরাহিম ও ইসমাইল কাবাগৃহের ভিত স্থাপন করছিলেন"। জায়গা এত পবিত্র যে, কাবা শরিফের ভূমি। সময় এত বরকতময় যে, স্বয়ং কাবা শরিফ নির্মাণের সময়। প্রার্থনাকারী আল্লাহর সর্বাধিক প্রিয় ও নির্বাচিত দুই ব্যক্তি। সর্বপ্রথম তারা তাদের এ খেদমত কবুলের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেছিলেন, رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ "হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের এ কাজ কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ"। অতঃপর তারা আল্লাহর দরবারে আকুতি জানান, হে আল্লাহ! আমাদের আরও বেশি আপনার আনুগত্য ও অনুসরণের তাওফিক দান করুন। সুরা বাকারা, আয়াত। ১২৭