বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) দেশের অন্যতম মর্যাদাপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়, যা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয়। BUP-এর Faculty of Business Studies (FBS) বিশেষভাবে খ্যাতিমান, যেখানে আন্ডারগ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট প্রোগ্রামগুলির শিক্ষার্থীদের ব্যবসা ও অর্থনীতির জগতে সফলতার জন্য প্রস্তুত করে। FBS-এর ভর্তি Admission Test অত্যন্ত প্রতিযোগিতামূলক। Admission test-টি ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে প্রার্থীদের পরীক্ষা করে, যার জন্য গভীর প্রস্তুতি প্রয়োজন। এই পরীক্ষায় সফলতা অর্জন মানেই BUP-এর অন্যতম সম্মানজনক বিজনেস ফ্যাকাল্টিতে প্রবেশের দ্বার উন্মোচিত হওয়া। এই Question Bank and Guide বইটি BUP-এর FBS ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য একটি সর্বাঙ্গীন প্রস্তুতির সহায়ক হিসেবে তৈরি করা হয়েছে। বইটিতে রয়েছে BUP-এর বিগত বছরের প্রশ্নাবলী (BUP তাদের প্রশ্ন সংগ্রহ করে রাখায়, এগুলি পরীক্ষার্থীদের স্মৃতি থেকে পুনর্গঠন করা হয়েছে), BUP Admission Test-এর মতো ১০টি পূর্ণাঙ্গ mock test, এবং গণিত ও ইংরেজি প্রস্তুতির জন্য সংক্ষিপ্ত নোটস। এই গাইড প্রার্থীদের প্রয়োজনীয় অনুশীলন ও প্রাসঙ্গিক জ্ঞান অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। BUP-এর FBS থেকে পাস করা গ্র্যাজুয়েটরা দেশ-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছেন। তারা Multinational Corporation থেকে শুরু করে স্থানীয় প্রতিষ্ঠানের কর্পোরেট অফিস, ব্যাংকিং, এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে নেতৃত্ব দিচ্ছেন। তাদের অনেকেই তাদের দক্ষতা এবং প্রফেশনালিজমের জন্য প্রশংসিত এবং কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত। FBS-এর শিক্ষাব্যবস্থা ও সুন্দর পরিবেশ তাদেরকে কর্মজীবনের প্রতিযোগিতামূলক পরিবেশে সাফল্যের পথে এগিয়ে চলতে সহায়তা করছে। বইটি প্রণয়নে BUP-এর BBA General প্রোগ্রামের সাহিল, রায়িদ, তাসনুভা এবং Finance প্রোগ্রামের সাদিয়া বিশেষ অবদান রেখেছেন। তাদের আন্তরিক পরিশ্রম এবং সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা আশা করি, তাদের এই প্রচেষ্টা এবং এই গাইড আপনাকে FBS-এ সফলভাবে প্রবেশের লক্ষ্যে শক্তিশালী করবে। শুভকামনা রইল এবং আপনার সফলতার যাত্রায় স্বাগতম।