মানুষ স্বপ্ন দেখে কি করা দরকার স্বপ্নের কথা উপযুক্ত আলেমের নিকট বলা উচিত-মূর্খ, ফাছেক ও বালকের নিকট কিংবা রাত্রে, সূর্যাস্তের সময়, আযান শুনার সময় স্বপ্নের কথা বলা ঠিক নয় । তা ছাড়া শীত ও বর্ষাকালের স্বপ্ন প্রায়ই সুফল হয় না। এজন্য ঐ সময়ে কারও কাছে না বলা ভাল। বসন্তকালের স্বপ্ন অন্য সময়ের চেয়ে উত্তম। এ ফলটা মনে রাখা উচিত। কত স্বপ্নের ফলাফল ৫০ হতে ৬০ বছরের ভিতরেও ফলিয়া থাকে । নিম্নলিখিত চান্দ্র তারিখ অনুযায়ী স্বপ্নের তাবির মোটামুটি ভাল কিংবা মন্দ, মিথ্যা, তাড়াতাড়ি বা দেরীতে ফলে থাকে। ৬, ৭, ৮, ৯, ১০, ১৬, ২৬, ২৭, ৩০ তারিখের স্বপ্নের তাবির ভাল। ১, ২, ৩, ৪, ৫, ১১, ১২, ১৩, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৮ ও ২৯ তারিখের স্বপ্নের তাবির দেরিতে হয়। ১, ২, ৩, ৪, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ তারিখের স্বপ্নের তাবির শীঘ্র হয়। ১১, ১২, ১৪ ও ২১ তারিখের স্বপ্নের ফল ভালমন্দ উভয়ই হয় । কোন মুহূর্তের স্বপ্নের কি ফল স্বপ্ন মাত্রই যে মিথ্যা তা নয়। পক্ষ, সময়, প্রহর, স্বপ্নদৃষ্ট বিষয় শয়নকালীন অবস্থা প্রভৃতি স্বপ্ন বিজ্ঞানসম্মত হলে সে স্বপ্ন সফল হয়ে থাকে । তবে একটির সঙ্গে আর একটির যোগাযোগ থাকা চাই। কোন্ পক্ষে কোন্ দিবসে কোন্ সময়ে কিরূপ অবস্থায় স্বপ্ন দেখলে-কিরূপ ফল লাভ হয়, তার বৃত্তান্ত লিখিত হল – শুক্লপক্ষে : শুক্লপক্ষে প্রতিপদে স্বপ্ন দেখলে বিলম্বে ফল উদয় হয়। ৪র্থ, ৫মী, ৬ষ্ঠী, ৭মী, ৮মী, ৯মী ও দশমীতে স্বপ্ন দেখলে সত্য হয়। একাদশী, দ্বাদশীর স্বপ্ন বিলম্বে ফল লাভ হয় । ত্রয়োদশী ও চতুর্দশীর স্বপ্ন মিথ্যা হয়ে থাকে। পূর্ণিমার স্বপ্ন সফল হয়ে থাকে । কৃষ্ণপক্ষে : প্রতিপদের স্বপ্ন নিষ্ফল হয়। দ্বিতীয়ার স্বপ্ন বিলম্বে ফল লাভ হয় । তৃতীয়া, চতুর্থী, দ্বাদশী, চতুর্দশীতে স্বপ্ন দেখলে সত্য হয়। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, দশমী, একাদশী ও এয়োদশীর সত্য হয় না। অষ্টমী ও নবমীর স্বপ্ন বিপরীত ফল প্রসব করে। স্বপ্ন দুঃখের কারণ । প্রহর নিরূপণ : প্রথম প্রহরের স্বপ্ন এক বছরের মধ্যে ফল লাভ করা যায়। দ্বিতীয় প্রহরের স্বপ্ন সাত মাসের মধ্যেই ফল প্রসব করে। তৃতীয় প্রহরের স্বপ্ন তিন মাসে ফলপ্রদ, চতুর্থ প্রহরের স্বপ্ন দশ দিনে ফল প্রদান করে আর প্রভাতকালের স্বপ্ন তিন দিনেই সফল হয়ে থাকে, কিন্তু পুনরায় নিদ্রা গেলে নিষ্ফল হয়ে থাকে । শয়ন বিধান : স্ত্রীলোক শরীরের বাম অংশে ও পুরুষ দক্ষিণ অংশ চাপিয়া শয়ন অবস্থায় স্বপ্ন দেখলে সফল হয়ে থাকে। পুরুষ বাম অংশ ও স্ত্রীলোক দক্ষিণ অংশ চাপিয়া শয়ন অবস্থায় স্বপ্ন দেখলে নিষ্ফল হয়ে থাকে ।
Title
সোলেমানী খাবনামা ফালনামা ও তাবীর কর্মের সফলতা প্রশ্নোত্তরসহ