শৈশবের উপর নির্মিত হয় ভবিষ্যৎ জীবনের বুনিয়াদ। শিশুর শৈশব যতটা সঠিক সুষ্ঠু তরবিয়তে গড়ে ওঠে, তার ভবিষ্যৎ ততটাই সমৃদ্ধ ও আলোকিত হয়। তাই শিশুদের মাঝে সুপ্ত অপার সম্ভাবনা বিকশিত করতে হলে সর্বপ্রথম লক্ষণীয়— এই নির্মল নিষ্পাপ শৈশবে কীভাবে কাটছে তার সারাদিন। চোখ বুলালেই নজরে পড়বে, কারো সারাদিন কাটছে বাবা-মায়ের মাত্রাতিরিক্ত আদর-আহ্লাদে, কারোবা কাটছে চরম অনাদর অবহেলা সয়ে সয়ে। সঠিক দিকনির্দেশনার অভাবে কত শিশু প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে সম্ভাবনার আলোকরেখা থেকে বহুদূরে, না বাবা মায়ের সে খেয়াল আছে, আর না শিশুটি বুঝতে পারছে কীভাবে তার সারাদিন কাটানোর প্রয়োজন। অথচ প্রতিটি দিনই সম্মুখ পানে এগিয়ে যাওয়ার, বিদ্যায় বুদ্ধিতে, আদব শিষ্টাচারে, আমলে আখলাকে নিজেকে সমৃদ্ধ করার। "তোমাদের সারাদিন" বইটি এই শূন্যতা পূরণ করার একটি সুন্দর প্রচেষ্টা, শিশুদের সারাদিন অর্থবহ করে তোলার প্রেরণা শিশুদের মধ্যেই জাগিয়ে তোলার একটি নিষ্ঠাপূর্ণ প্রয়াস। যেকোনো শিশু বইটি পড়ে একজন আদর্শ শিশু হবার প্রেরণা লাভ করবে, তার জীবনের প্রতিটি দিনকে আলোকিত করে তুলবে আদব শিষ্টাচার সময়ানুবর্তিতা দোয়া আজকার- সর্বোপরি সুন্নাহর আলোকে, এই বিশ্বাস রাখি। আল্লাহ বই, লেখক এবং পাঠককে কবুল করুন। আমীন।