যদিও রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত¦ আইন, ১৯৫০ আইনটি বর্তমানে বাংলাদেশের প্রধান ভূমি আইন। তবে, এর বাইরেও কিছু ভূমি আইন নিয়ে কতিপয় বিশেষ আইন আছে। অধূনা সৃষ্ট ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩, ভূমি সংস্কার আইন, ২০২৩, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) ইত্যাদি আইন গুলি বাংলাদেশের অন্যতম ভূমি আইন। উল্লেখ্য যে, উক্ত ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এবং ভূমি সংস্কার আইন, ২০২৩, আইন গুলি পূর্ণাঙ্গ আইন নয়; এগুলি অন্যান্য আইনের পরিপূরক। কাজেই অত্র আইনের বিধানসমূহ বুঝতে হলে এবং সঠিকভাবে প্রয়োগ করতে হলে, প্রথমে অত্র আইনের সাথে সম্পর্কযুক্ত আইনসমূহ, তথা সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত¦ আইন, ১৯৫০, সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এবং ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮, ইত্যাদি, এর সংশ্লিষ্ট বিধানাবলি সঠিকভাবে বুঝতে হবে। এজন্য অত্র গ্রন্থটিতে উক্ত সংশ্লিষ্ট আইনসমূহের বিধানাবলি এবং উক্ত আইনসমূহে উচ্চ আদালতের সিদ্ধান্তের সাথে অত্র আইনের তুলনামূলক ও বিশ্লেষণমূলক আলোচনা; এবং ভূমি সংস্কার আইন, ২০২৩ এবং এর পূর্বতন আইন ঃযব খধহফ জবভড়ৎসং ঙৎফরহধহপব, ১৯৮৪ এর সাথে অত্র আইনের তুলনামূলক ও বিশ্লেষণমূলক আলোচনা ও উচ্চ আদালতের সিদ্ধান্ত আলোকপাত করা হয়েছে। আশা করি অত্র গ্রন্থটি উক্ত আইনসমূহ বুঝতে পাঠকদের সবিশেষ উপকারে আসবে, ইন্শাআল্লাহ। আল্লাহ্ আমাদের অত্র প্রচেষ্টাকে কবুল করুন।
Title
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ও বিধিমালা, ২০২৪
মোঃ মোখলেছুর রহমান, পিতা মরহুম মজিবর রহমান ও মাতা মরহুমা আয়েশা খাতুন পাবনা জেলার পাইকর হাটি (শহীদনগর) গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই বিভিন্ন বিষয়ে লেখালেখি করে আসছেন। ৬ষ্ঠ শ্রেণীতে পড়াকালীন সময়ে স্কুলের অনুষ্ঠানে নিজের লেখা গান গেয়ে তিনি ১ম পুরস্কার প্রাপ্ত হন। হাইস্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে অধ্যয়নকালীন তিনি বহু ছড়া-কবিতা, প্রবন্ধ, উপন্যাস ও নাটক লিখেছেন । নিজের লেখা নাটক মঞ্চস্থ করে তিনি অভিনয়ও করেছেন। ১৯৯৫/৯৬ সনে রাজশাহী বেতারে নিয়মিত অনুষ্ঠান করতেন। বিভিন্ন মাহফিলে ওয়াজ বয়ানসহ মসজিদ ও ঈদগাহে ঈমামতির দায়িত্বও তিনি পালন করেছেন । বিভিন্ন সময়ে আশ্চর্য ম্যাজিক দেখিয়েও তিনি মানুষকে আকৃষ্ট করেছেন। তিনি একাধারে গীতিকার, সুরকার ও শিল্পী। তাঁর লেখা “রমজানের গান” (১১টি রোজার গান ও ১টি ঈদের গান) নামক একটি এ্যালবামও প্রকাশিত হয়েছে। আরও দুটি এ্যালবাম পহেলা বৈশাখের পূর্বেই প্রকাশিত হবে বলে তিনি আশা রাখেন। সকল ধর্মের গ্রন্থই তিনি পাঠ করেন এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকেই তিনি ভালবাসেন । বহু গুণের অধিকারী এই লেখক বর্তমানে পাবনা জেলার বেড়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। -প্রকাশক