মানুষের জীবন কতই না বৈচিত্র্যময়। যে জীবনে অনুকূলতা ও প্রতিকূলতা সবই বিদ্যমান। “অসম্পূর্ণ প্রতিশ্রুতি” উপন্যাসেও রয়েছে তেমনই বাস্তবতা। যে বাস্তবতার ভিড়ে আমরা রোজই হারাই। কখনো হারিয়ে নিজেকে খুঁজি, কখনো খুঁজে পাই, কখনো বা পাই না। উপন্যাসটি যেন মধ্যবিত্ত বাস্তবতার জীবন্ত প্রতিচ্ছবি। যে বাস্তবতায় খুঁজে পাওয়া যাবে নির্মল প্রেমে সিক্ত প্রেমিক যুগলকে। যেখানে দৃঢ়তা নিয়ে বেড়ে উঠে আত্মার বন্ধন। উপন্যাসে খুঁজে পাওয়া যাবে মফস্বল থেকে উঠে আসা এক অতি সাধারণ ছেলে ‘ফারাবি’কে। যে দু’চোখে হাজারো স্বপ্ন নিয়ে শহরে পা রাখে। জীবনের বাঁকে বাঁকেই যার দ্বিধাদ্বন্দ্ব। যে পড়াশোনা, পরিবার, সম্পর্ক, ক্যারিয়ার নিয়ে জীবনযুদ্ধে নানান চড়াই-উতরাইয়ের সম্মুখীন হয়। টালমাটাল একটি সময় যাকে আষ্টেপৃষ্টে আঁকড়ে ধরে। একটা পর্যায়ে জটিল ও দুর্বিষহ হয়ে পড়ে যার জীবন। ফারাবি কি পারবে তার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে? পারবে কি আত্মার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা প্রেয়সীকে আগলে রাখতে? প্রতিকূল প্রেক্ষাপটে কি স্থবির হয়ে যায় তার জীবন? নাকি অদম্য শক্তি নিয়ে প্রাণপণ প্রচেষ্টা করে? কী ঘটেছিল তার জীবনে? উপন্যাসে পাঠক খুঁজে পাবেন এসব প্রশ্নোত্তর!