আধুনিকতার ইতিহাস ইতিহাসের ভিত্তিতে পৃথিবীর বাস্তবতা নিরূপণ করার একটি প্রচেষ্টা। এটি গতানুগতিক ইতিহাস রচনা নয়, বরং ইতিহাসের আলোকে বর্তমান বাস্তবতাকে নির্ণয় করতে পারার চিন্তা প্রক্রিয়া। এখানে ইতিহাসের ঘটনাবলির অবতারণা হয়েছে বর্তমানকে বিশ্লেষণ করার উদ্দেশ্যে। একারণে এ বইটি অন্য সকল ইতিহাসের বই থেকে ভিন্ন এবং অনন্য। একাধারে রাজনীতি, অর্থনীতি, দর্শন এবং আইনের বিবর্তনকে পাশাপাশি রেখে ইতিহাসের আলোকে বর্তমানকে বিশ্লেষণ করার মাধ্যমে একটি অতুলনীয় রচনাশৈলির প্রবর্তন হয়েছে এই বইতে। আমাদের সামনে যা যা ঘটছে তা কেন ঘটছে? এসকল ঘটনা কি কেবলই বিক্ষিপ্ত কিছু ঘটনার মিলন? নাকি কোন নিয়মতান্ত্রিকতায় আবদ্ধ? আধুনিক বা বর্তমান বিশ্বের চলতি ঘটনাবলি বুঝতে এবং বিশ্লেষণ করতে পাশ্চাত্যে আধুনিকতার গোড়াপত্তন এবং বিবর্তনের ইতিহাস সম্পর্কে পরিষ্কার ধারনা থাকা আবশ্যক। উপনিবেশবাদ, পুঁজিবাদ এবং বর্তমান বিশ্বের বিতর্কিত অনেক বিষয়ের সহজ বিশ্লেষণ করা হয়েছে এ বইতে। বর্তমান ঘটনাপ্রবাহের সাথে আধুনিক সভ্যতার দর্শন এবং ইতিহাসের যোগসূত্র স্থাপন করার চেষ্টা করা হয়েছে। এ বই পাশ্চাত্য আধুনিকতার ময়নাতদন্ত। এটি পাশ্চাত্যের দ্বারা নির্মিত বিশ্ব ব্যবস্থার সময়োপযোগী সমালোচনা। পশ্চিমা দেশগুলোর মানবতা এবং ন্যায়নীতি বহির্ভূত কর্মকাণ্ডের ঐতিহাসিক বিশ্লেষণের মাধ্যমে পাঠকের কাছে তুলে ধরা হয়েছে পশ্চিমা বিশ্বের দেউলিয়াত্ত, উন্মোচিত হয়েছে পাশ্চাত্যের ভালোমানুষির মুখোশ। বিশ্বব্যবস্থার মৌলিক সমস্যাগুলোর চিহ্নিতকরণ এবং এগুলোর সমাধানে আমাদের করনীয় নিয়ে দিকনির্দেশনা দেবার চেষ্টা করা হয়েছে। ঐতিহাসিক দলিল এবং বিশ্লেষণের ভিত্তিতে আন্তর্জাতিক রাজনীতি এবং অর্থনীতির মূলতত্ত্ব পাঠকের কাছে তুলে ধরাই বইটির মূল উদ্দেশ্য।