বাংলা ভাষায় প্রকাশিত আধুনিক তাত্ত্বিক সূচিকরণ : ডিজিটাল পদ্ধতির আদলে গ্রন্থটি তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও গ্রন্থাগার পেশায় নিয়োজিত পেশাজীবীদের জন্য নির্ভরযোগ্য একটি তাত্ত্বিক সূচিকরণ গ্রন্থ। যা ক্যাটালগ, ক্যাটালগিং কোড, বিষয় শিরোনাম নির্ধারণ, এন্ট্রি প্রণয়নের নিয়মাবলি, ঙচঅঈ, কঙঐঅ, গঅজঈ২১, জঋওউ ও বইয়ের ডিজিটাল ক্যাটালগ এন্ট্রির নিয়মাবলিসহ বিভিন্ন বিষয় নিখুঁতভাবে উপস্থাপন করা হয়েছে। এছাড়াও ইন্টিগ্রেটড অনলাইন গ্রন্থাগার অটোমেশন সফটওয়্যার কখন, কোথায়, কীভাবে ও কার নেতৃত্বে ডেভলাপ করা হয়েছে তার বিশদ আলোচনা আছে এ গ্রন্থে। চষধমরধৎরংস এর প্রয়োগ নিয়েও একটি অধ্যায় সন্নিবেশিত হয়েছে। বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ^বিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন ইনস্টিটিউট ছাড়াও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) তাত্ত্বিক সূচিকরণ গ্রন্থটি পড়ানো হয়। এ গ্রন্থটি মূলত কারিকুলাম অনুযায়ী ডিজাইন করা। উল্লেখ্য, গ্রন্থটি অঅঈজ২ ও গঅজঈ২১ অনুযায়ী প্রণীত। যা ক্যাটালগের বিভিন্ন বিষয় সাবলীল বাংলা ভাষায় অনুবাদ করে উদাহরণসহ ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয়েছে। এ গ্রন্থটি মূলত ডিজিটাল পদ্ধতির আদলে প্রণীত। যা ব্যবহারকারীদের সহায়ক হবে আশা করছি আর সবই ক্রটিহীনভাবে করার চেষ্টা করা হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, নিঃসন্দেহে গ্রন্থটি গ্রন্থাগার পেশাজীবীদেরকে উপকৃত করবে।