বাংলা উচ্চারণ দেখে কুরআন শরীফ পড়তে শেখার ধারণাটা, আমাদের দেশে একদম নতুন। বাজারে বাংলা উচ্চারণ লেখা অনেক কুরআন শরীফ পাওয়া যায়। আসলে আরবি ভাষার উচ্চারণ কোন ভাষা দিয়ে সম্ভব নয়। বাংলাতো পরের কথা। তাই আরবি ভাষা আরবি দিয়েই করতে হবে। আল্লাহ্ সুবহানাতাআলা নিজেই বলেছেন “আমি উপদেশ গ্রহণের জন্য কুরআনকে সহজভাবে সহজ ভাষায় নাযিল করেছি”, সূরা ক্বামার। আল্লাহ্ বলেছেন কুরআন শরীফ সহজ তাহলে আমরা কঠিন মনে করবো কেন । তাই আমরা এই বইটি খুব সহজে শেখার জন্য কয়েকটি রং এবং পদ্ধতি অবলম্বন করেছি। আশা করছি যে কোন বয়সের মানুষ সহজে শিখতে পারবে, নামাজের প্রত্যেকটি রুকু, তাবীহ্, সূরা ও দু'আ গুলি অর্থসহকারে আমরা সহজে উপস্থাপন করেছি।
এ বইটি ইলমে কেরাতের হুবহু কোনো কিতাব নয়, তাই প্রাচীন কিতাবাদীতে বর্ণিত বিভিন্ন সূত্রের সঙ্গে এর পার্থক্য হতে পারে, তাই এই পার্থক্যকে কেউ বিচ্ছুতি বলে মনে করবেন না। ইন্শাআল্লাহ্ এই বইটি পড়লে কুরআন শরীফ ও নামাজ শুদ্ধভাবে পড়া যাবে বলে আশা রাখি।
একাধিক বই থেকে তথ্য সংগ্রহ করে পূর্ণাঙ্গরূপে বইটি সাজানো হয়েছে। আমাদের সামর্থ্য অনুযায়ী এই বইটি ত্রুটিমুক্ত রাখার চেষ্টা করেছি, তারপরও কোনো ভুলত্রুটি থাকা অস্বাভাবিক নয়। আপনাদের দৃষ্টিতে কোনো ভুলত্রুটি ধরা পড়লে আমাদেরকে অবগত করলে কৃতজ্ঞ থাকবো। -ইনশাআল্লাহ্
হে আল্লাহ্ ! কুরআন শরীফ পড়তে এবং শিখতে এই বইটিকে আপনি মেহেরবানী করে কবুল করুন। আমীন