প্রি-অর্ডারের এই পণ্যটি 31 Dec 2024 তারিখে প্রকাশ পেতে পারে বলে প্রকাশনী থেকে জানানো হয়েছে। তবে বিশেষ কোন কারণে প্রকাশিত হওয়ার তারিখ পরিবর্তন হতেও পারে.
কমিয়ে দেখুন
আজই শেষ দিন। শেষ হতে যাচ্ছে ক্লিয়ারেন্স সেল! বইয়ে ৭০% ও পণ্যে ৭৮% পর্যন্ত ছাড়!
আজই শেষ দিন। শেষ হতে যাচ্ছে ক্লিয়ারেন্স সেল! বইয়ে ৭০% ও পণ্যে ৭৮% পর্যন্ত ছাড়!
ইভান বুনিন ভার্ভারা পাশচেঙ্কো এবং আন্নার প্রেম পেরিয়ে এসে থিতু হয়েছিলেন ভেরা মুরোমৎসেভার প্রেম ও দাম্পত্যে। প্রথম যৌবনে সহকর্মী ভার্ভারা পাশচেঙ্কোর সঙ্গে প্রেম তাঁকে উন্মাদ করেছিল। পালিয়ে বিয়ে করেন তাঁরা। বুনিনের ঘনিষ্ট বন্ধুর হাত ধরে ভার্ভারা একদিন ছেড়েও যান। সেই শোকে ও হতাশায় আত্মহত্যার দশা হয়েছিল বুনিনের। এরপর প্রেমে পড়েন আন্নার। সেই প্রেমও টেকেনি। ১৯২২ সালে ভেরা মুরোমৎসেভাকে বিয়ে করেন বুনিন। আমৃত্যু টিকেছিল সেই সম্পর্ক। ততদিনে বুনিন জেনে গেছেন প্রেম, ঈর্ষা, যন্ত্রণা, শূন্যতা, অধ্যাত্মবোধ এবং জীবনের অন্তঃসারশূনত্যার নানাদিক।
বুনিনের নোভেলা ‘মিতিয়ার প্রেম’ (মিতিনা লিবোভ) প্রকাশিত হয় ১৯২৪ সালে। পরিণত জীবনের পরিপক্ক বোধ থেকে এই উপন্যাসে তিনি স্পষ্ট করে তোলেন জীবন ও প্রেমের নানা কোণ-কিনার। সাহিত্যে নোবেল বিজয়ী (১৯৩৩) প্রথম রুশ লেখক ইভান আলেক্সিয়েভিচ বুনিনের (১৮৭০—১৯৫৩) লেখা ধারণ করে ধ্রুপদী রুশ ঐতিহ্য। ছোটগল্প, উপন্যাস ও কবিতা— সব থরে থরে ফলেছে তাঁর হাতে। সমসাময়িক বহু লেখকদের কাজে পূজনীয় ব্যক্তিত্ব ছিলেন তিনি। অনেক সমালোচক ল্যেভ তলস্তয় ও আন্তন চেখভের সত্যিকারের উত্তরাধিকারী বলে অভিহিত করেন তাঁকে। ‘মিতিয়ার প্রেম’ উপন্যাসকে অনেক সমালোচক স্বীকৃতি দেন ইভান বুনিনের মাস্টারপিস হিসেবে।
ইভান আলেক্সিয়েভিচ বুনিন ২২ অক্টোবর [পুরাতন শৈলী অনুযায়ী ১০ অক্টোবর] ১৮৭০ – ৮ নভেম্বর ১৯৫৩) ছিলেন একজন রুশ লেখক। তিনি সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম রুশ লেখক। তিনি গদ্য ও কবিতা রচনায় ধ্রুপদী রুশ ঐতিহ্য ধারণের মাধ্যমে শৈল্পিকতায় অটল থাকার কারণে প্রসিদ্ধি লাভ করেন। তার কবিতা ও গল্প রচনার বুনন, যা "বুনিন ব্রোকেড" নামে পরিচিত, ভাষার অন্যতম সমৃদ্ধ উপকরণ বলে বিবেচিত।