শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহ. – জ্ঞানের আকাশে এক মেরুপ্রভা, যাঁর ইলমের আলো মাগরিব থেকে চীনের ক্যান্টন পর্যন্ত ছড়িয়েছে। ১০ রবিউল আউয়াল ৬৬১ হিজরিতে হাররা নামক স্থানে জন্মগ্রহণ করা এই মহান আলিম ছিলেন স্মৃতিশক্তির অপার দানে ধন্য; একবার যা শুনতেন, তা কখনও ভুলতেন না। ইবনু তাইমিয়া রাহ. ইসলামের প্রতিটি শাস্ত্রে, বিশেষত হাদিস, তাফসির ও ফিকহে, অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেন। হাম্বলি মাজহাবের অনুসারী এই আলিম লিখেছেন অগণিত গ্রন্থ, যার মধ্যে উল্লেখযোগ্য হলো 'মিনহাজুস সুন্নাহ', 'আল-আকায়িদুল ওয়াসিতিয়্যাহ', 'আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসুল', এবং 'আল-জাওয়াবুস সহিহ'। সত্য প্রকাশে অবিচল থাকার কারণে রাজশক্তি তাঁকে কারাগারে নিক্ষেপ করলেও, তা তাঁর লেখনীকে থামাতে পারেনি। রাসুল সা.-এর সম্মান রক্ষায় তাঁর কলমে রচিত হয় ‘আস-সারিমুল মাসলুল’, যা তাঁর সত্যপ্রিয়তার এক উজ্জ্বল নিদর্শন। তাতারিদের আক্রমণের মুখে, মিশরের সুলতানকে যুদ্ধের প্রেরণা দিয়ে এবং মুসলিম বাহিনীর মনোবল বৃদ্ধি করে তিনি রণাঙ্গনে অসীম সাহসিকতার নজির স্থাপন করেন। ইবনু তাইমিয়া রহ.-এর অনন্য লেখনী পাঠককে ইসলামের সেবা ও জ্ঞানচর্চার প্রতি অনুপ্রাণিত করবে,