রেজাউদ্দিন স্টালিন। জন্ম-১৯৬২সালের ২২ নভেম্বর। সার্টিফিকেট নাম-শেখ রেজাউদ্দিন আহমেদ।পিতা-শেখ বোরহানউদ্দিন আহমেদ।মাতা-রেবেকা সুলতানা।জন্মস্হান-বৃহত্তর যশোর।গ্রাম-নলভাঙা।অর্থনীতিতে স্নাতক সম্মান।রাষ্টবিজ্ঞানে এম এ। নজরুল ইন্সটিটিউটের সাবেক উপ পরিচালক। কৈশরেই লেখালেখি শুরু।১৯৭০সালে যশোর থেকে প্রকাশিত শতদল পত্রিকায় প্রথম 'শপথ' নামে কবিতা প্রকাশ।মোট গ্রন্হ১০১।কাব্যগ্রন্হ ৬৫।উল্লেখ্যোগ্য-ফিরিনি অবাধ্য আমি।ভেঙে আনো ভেতরে অন্তরে।সেইসব ছদ্মবেশ। আঙুলের জন দ্বৈরথ। হিংস্র নৈশভোজ। ভাঙা দালানের স্বরলিপি।সবজন্মে শত্রু ছিলো যে।জ্যামিতি বাক্সের গল্প।তদন্তরিপোর্ট। অবুঝ যাদুঘর।প্রতিবিদ্যা।অস্ত্র ভাঙার মুহূর্ত।
ছড়াগ্রন্থ -হা্ঁটতে থাকো।শৈশব। চিরশিশু।
প্রবন্ধ-নজরুলের আত্ম নৈরাত্ম।
গদ্য বই-রবীন্দ্রনাথ আরোগ্য।নির্বাসিত তারুণ্য। কাঠ কয়লায় লেখা।
কবিতা অনূদিত হয়েছে-ইংরেজি।উর্দু।হিন্দী। উড়িয়া।স্প্যানিশ।গ্রিক। রোমানিয়ান।ফরাসী। জাপানি।নাইজেরিয়ান, নেপালি। সুইডিশ।জার্মান। চিনা।আজারবাইজানী, ভিয়েতনামী,পর্তুগিজ,সার্বিয়ান,রুশ,কাজাক,কোরিয়ান,তাইওয়ানীয়, ইন্দোনেশিয়ান,আলবেনীয় , বুলগেরিয়ান, পোল,ইতালীয়,
আরবি, আফ্রিকান, তার্কিশ,ফার্সি,সহ ৪১টি ভাষায়।
ভিডিও সিডি১০টা।আবৃত্তিএ্যালবাম-৬টা।প্রদীপ ঘোষের কন্ঠে আবৃত্তি এ্যালবাম-আবার একদিন বৃষ্টি হবে।
পুরস্কার-বাংলাএকাডেমি।মাইকেল মধুসূদন পুরস্কার। দার্জিলিং নাট্যচক্র
পুরস্কার। ভারতের সব্যসাচী পুরস্কার। পশ্চিমবঙ্গের সেন্টার ফর স্টেজ সম্মাননা।সিটি আনন্দ আলো পুরস্কার।খুলনা রাইটার্স ক্লাব পুরস্কার।ধারা সাহিত্য আসর পুরস্কার। তরঙ্গ অফ ক্যালিফোর্নিয়া সম্মাননা।লসএন্জ্ঞেলস বাদাম সম্মাননা।লসএন্জেলস রাইটার্স ক্লাব সম্মাননা। ইংল্যান্ড জার্নালিস্ট এসোসিয়েশন সম্মাননা। গান্ধী শান্তি পুরস্কার, ভারত।নিকোলাই গোগোল ট্রায়াম্ফ আন্তরিক পুরস্কার সহ বহু পুরস্কার ও সম্মাননা।
সম্পাদিত পত্রিকা- রৌদ্রদিনখ।পদাবলি।
মঞ্চ ও টিভি উপস্হাপক।
ভ্রমণ -ভারত।নেপাল।দুবাই।আমেরিকা।ইংল্যান্ড। চীন।
জন্ম.১৯৬২,২২ নভেম্বর।গ্রাম নলভাঙা। থানা - কালিগঞ্জ। জেলা- যশোর।
2.স্নাতক অর্থনীতি সম্মান,এম এ-
রাষ্ট্রবিজ্ঞান।
3.নজরুল ইন্সটিটিউটের সাবেক
উপ পরিচালক।টিভি উপস্থাপনা।
4. মোট কাব্যগ্রন্থ -৬০ টি।
ক)ফিরিনি অবাধ্য আমি- ১৯৮৬।
খ) ভেঙে আনো ভেতরে অন্তরে-১৯৮৭।
গ)সেইসব ছদ্মবেশ -১৯৮৮।
ঘ)আশ্চর্য আয়নাগুলো- ১৯৮৯।
ঙ)আঙুলের জন্য দ্বৈরথ -১৯৯০।
চ)ওরা আমাকে খুঁজছিলো
সম্ভাবনার নিচে-১৯৯১।
ছ)পৃথিবীতে ভোর হতে দেখিনি কখনো-১৯৯৭।
জ)পদশব্দ শোনো আমার কণ্ঠস্বর -২০০৩।
ঝ)পুনরুত্থান পর্ব-২০০৪।
ঞ)অভিশ্রুত বর্তমান-২০০৫।
ট)ভাঙা দালানের স্বরলিপি-২০০৬।
ঠ)চেয়েছি আলাদা হতে-২০১০।
ড)সব জন্মে শত্রু ছিলো যে-২০১১।
ঢ)স্তব্ধতার শোকবহি-২০১৩।
ঢ়)বায়োডাটা-২০১৪।
ণ) ও প্রভু ওঁম শান্তি নেই-২০১৫।
ত)জ্যামিতি বাক্সের গল্প-২০১৬।
থ)তদন্ত রিপোর্ট -২০১৭।
দ)অবুঝ জদুঘর-২০১৮।
ধ) সরলার সংক্ষিপ্ত জীবনী -২০১৯।
ন)প্রতিবিদ্যা-২০২০।
প)অস্ত্র ভাঙার মুহূর্ত -২০২১।
ফ)ডায়োজিনিসের লণ্ঠন-২০২২।
5)হাঁটতে থাকো (ছড়াগ্রন্থ) -২০০৮।
ক)শৈশব (ছড়াগ্রন্থ)-২০১৪।
খ)জলচাষী(ছড়াগ্রন্থ) -২০১৭।
গ)রবীন্দ্রনাথ আরোগ্য(প্রবন্ধ) -২০১২।
ঘ)নজরুলের আত্ম-নৈরাত্ম-২০০৯।
ঙ)নির্বাসিত তারুণ্য -১৯৯৬।
চ)কাঠকয়লায় লেখা- ২০১৭।
ছ)দিব্যচোখে দেখছি-২০১৭।
জ)একুশ প্রশ্ন এক উত্তর (সাক্ষাৎকার)-২০১৩।
ঝ)প্রশ্নের পুরাণ(সাক্ষাৎকার)-২০১৪।
ঞ)দু:সময়ের ইউলিসিস-২০১৭।
6)রৌদ্রদিন।স্বরবর্ণ। পদাবলী।
7)বাংলা একাডেমি-২০০৫।মাইকেল মধুসূদন দত্ত-২০০৯।সিটি আনন্দ আলো-২০১৩।দার্জিলিং নাট্যচক্র-১৯৮৫।সব্যসাচী পুরস্কার -২০০১২।তরঙ্গ অব ক্যালিফোর্নিয়া -২০১২। গোগল ইন্টারন্যাশনাল ট্রায়াম্ফ পুরস্কার -২০২১।কলোম্বিয়া আন্তর্জাতিক সাহিত্য একাডেমি মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার -২০২৩।