আসসালামু আলাইকুম। প্রতিটি বিশেষজ্ঞ চিকিৎসকের দৈনন্দিন প্র্যাকটিসে বিশেষ ধরনের রোগে আক্রান্ত রোগীর চিকিৎসায় বিশেষ ধরনের ওষুধের প্রয়োজন হয়। অন্যদিকে আমাদের দেশের রোগীরা সাধারণত যেকোনো রোগে আক্রান্ত হলে সর্বপ্রথম জেনারেল প্র্যাকটিশনারদের শরণাপন্ন হয়ে থাকে। ফলে যারা জেনারেল প্র্যাকটিশনার বা জিপি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন তাদের ক্ষেত্রে রোগ ও ওষুধের পরিধিও বেশি হয়ে থাকে। অর্থাৎ তাদের ক্ষেত্রে সাধারণ রোগ ও ওষুধের সংখ্যাও বেশি হয়ে থাকে।
জেনারেল প্র্যাকটিশনার বা জিপি-দের Daily Practice-এর বিষয়কে মাথায় রেখে রোগ নির্ণয় পদ্ধতিসহ অতি সাধারণ ৩৪ টি রোগ এবং ৩৯ টি ওষুধের সার্বিক তথ্যাবলির সমন্বয়ে ‘জেনারেল প্র্যাকটিস’ গ্রন্থটি রচিত।
এই গ্রন্থটি রচনায় বিভিন্ন দেশি-বিদেশি মেডিকেল বই, জার্নাল, পত্র-পত্রিকা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের মূল্যবান মতামত গ্রহণ করা হয়েছে। আমি সামগ্রিকভাবে সবার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
‘জেনারেল প্র্যাকটিস’ গ্রন্থটি সহজবোধ্য করার লক্ষ্যে বাংলা ভাষার পাশাপাশি সংশ্লিষ্ট রঙিন চিত্রের মাধ্যমে প্রতিটি বিষয়কে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। এই গ্রন্থটির মাধ্যমে নবীন ডাক্তার, মেডিকেল স্টুডেন্ট, সরকার কর্তৃক স্বীকৃত পল্লী চিকিৎসক বা রুরাল মেডিকেল প্র্যাকটিশনার, চিকিৎসা সহকারী, কমিউনিটি হেলথ প্রোভাইডার, মেডিকেল অ্যাসিস্টেন্টসহ স্বাস্থ্য সেবায় নিয়োজিত সকল প্রোফেশনাল উপকৃত হবে।
যেকোনো ধরনের গঠনমূলক পরামর্শ আমাকে অনুপ্রাণিত করবে। বইটি নির্ভুল করার লক্ষ্যে যথাসাধ্য চেষ্টা করেছি, তথাপিও যেকোনো ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন বলে আশা করি। পরিশেষে ‘জেনারেল প্র্যাকটিস’ বইটির মাধ্যমে পাঠক/পাঠিকাবৃন্দ উপকৃত হলেই আমার ক্ষুদ্র প্রয়াসটি সার্থক হবে। আল্লাহ্ হাফেজ।