প্রি-অর্ডারের এই পণ্যটি 25 Dec 2024 তারিখে প্রকাশ পেতে পারে বলে প্রকাশনী থেকে জানানো হয়েছে। তবে বিশেষ কোন কারণে প্রকাশিত হওয়ার তারিখ পরিবর্তন হতেও পারে.
কমিয়ে দেখুন
চলছে বর্ষসেরা অফার ক্লিয়ারেন্স সেল! থাকছে বইয়ে ৭০% ও পণ্যে ৭৮% পর্যন্ত ছাড়!
চলছে বর্ষসেরা অফার ক্লিয়ারেন্স সেল! থাকছে বইয়ে ৭০% ও পণ্যে ৭৮% পর্যন্ত ছাড়!
তরুণ এক লেখক অপেক্ষা করে থাকে কখন প্রকাশক তার বই ছাপতে আহ্বান করবে। এটাকেই সে মনে করে লেখক হওয়ার স্বীকৃতি। হেমলক নামের একজন রহস্যময় লেখক দিয়ে সে অনুপ্রাণিত। হেমলকের মৃত্যু ও জীবন আলো-আঁধারিতে ঘেরা। সে রহস্য উন্মোচন করতে অন্য এক রহস্যে ঢুকে পড়ে তরুণ লেখক। গল্পে তার কোন নাম নেই। তার উপন্যাসের নায়ক একটি কাক। একটি কথা বলা কাক ও বুলু নামের কথা বলা কুকুর এই দুই লেখকের জীবনে বাস্তব-পরাবাস্তব ভেদ করে জীবনের কিছু সারসত্য তুলে ধরে। মানুষের জীবন চাঁদের মতোই কেবল ক্ষয়ে গিয়ে নতুন করে জন্ম নেয়া। তেমনই এক নীল চাঁদের গল্প ‘নীল চাঁদ’।
সুড়ঙ্গ পাহারা দিয়ে আছে অনেকগুলো কুমির। মরার মতো ভান করে কুমিরগুলো আসলে শিকারের অপেক্ষায় বসে আছে। সুড়ঙ্গ অতিক্রম করতে দেবে না প্রাইভেট ডিটেকটিভ জীবন হালদারকে। তার ক্লাইন্ট ‘বনফুল’ তারই দেয়া নাম। বনফুল তার ওপরের ফ্ল্যাটে প্রেম করে যার সঙ্গে তার নাম সে জানে না। কিন্তু প্রেমিকার বিড়ালের নাম রাখে সে সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ পেরিয়ে যে কোথায় যাওয়া যায় কেউ জানে না। সে রহস্য উন্মোচন করতেই কি আবার ঘাতক কুমির ফিরে আসে?
আলাদা দুটো কাহিনি মিলে কোথায় যেন একটি কাহিনি হয়ে দাঁড়িয়েছে। এক মলাটেই তাদের পড়া উচিত। গল্পগুলো উদ্ভট আজগুবি দুর্বোধ্য আর রহস্যঘেরা মনে হলেই নামহীন সেই তরুণ লেখক মনে করে তার প্রিয় লেখক হেমলকের মতো সেও স্বার্থক হয়ে উঠবে।