প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Latest Edition, August 2024
Save TK. 0
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ভর্তি হওয়ার মধ্য দিয়ে তোমরা শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপে পদার্পণ করেছো। কেননা এই সময়ের পড়াশোনাই তোমাদের ভবিষ্যৎ জীবনের ভিত রচনা করবে। তাই এখন থেকে তোমাদের প্রতিটি পদক্ষেপ সুপরিকল্পিত ও গোছানো হওয়া আবশ্যক। এটা একদিকে যেমন তোমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত হতে সাহায্য করবে, অন্যদিকে তোমাদের চিন্তার গভীরতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যেটা তোমরা সামনের দিনগুলোতে কাজে লাগাতে পারবে।
তোমরা যাতে তোমাদের প্রস্তুতি খুব সহজে নিতে পারো ও টপিকের গুরুত্ব বুঝে পড়তে পারো সে লক্ষ্যেই আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি এই Parallel Text। আমরা মেইন বই তো পড়ছিই, তবে কেন এই Parallel Text?- এমন প্রশ্ন তোমাদের মাথায় আসতেই পারে । তাই বলছি, আমরা জানি মেইন বইয়ের বিকল্প কিছু নেই এবং সেটা অনুভব করেই আমরা চেষ্টা করেছি কী করে ‘বাদ যাবে না একটি টপিক' এই ধারণাকে বাস্তবে রূপ দেওয়া যায়। যেখানে তোমাদের পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত তো থাকবেই পাশাপাশি থাকবে সহায়ক আরও অনেক তথ্য।
উদ্ভাস বিশ্বাস করে, শিক্ষার প্রকৃত আনন্দ খুঁজে পেতে বুঝে বই পড়া ও প্রতিটি টপিক সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখা খুবই জরুরি। সাথে সাথে বোর্ড পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কেও অবগত থাকা প্রয়োজন। তাই আমরা “Parallel Text” বইটি প্রস্তুত করেছি এই সকল কিছুর সমন্বয়ে, যেখানে বোর্ড বইয়ের আলোকে টপিক ভিত্তিক সহজবোধ্য আলোচনা ও সচিত্র উদাহরণের পাশাপাশি আছে-
Ø লেখক-পরিচিতি ও পাঠ-পরিচিতি
Ø মূলপাঠের সহজবোধ্য বিশ্লেষণ
Ø প্রয়োজনীয় সকল তথ্যাবলি
Ø মূলবইসহ অতিরিক্ত গুরুত্বপূর্ণ শব্দার্থ ও টীকা
Ø সৃজনশীল প্রশ্নের উত্তর লিখন-কৌশল
Ø টপিক ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান এবং
Ø বিগত বছসমূহের বোর্ড প্রশ্ন ও সমাধান ।
এছাড়াও অধ্যায় শেষে অনুশীলনের জন্য থাকছে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস প্রবলেম ও বইয়ের শেষে থাকছে বোর্ড অনুরূপ একটি মডেল টেস্ট। সর্বোপরি CQ ও MCQ প্রশ্ন সমাধানের এক অনন্য উপায় হিসেবে তোমরা বইটিকে চিন্তা করতে পারো।
আমাদের সাধারণ প্রবৃত্তি হলো- বই দাগিয়ে পড়া। একজন শিক্ষার্থী ঘণ্টার পর ঘণ্টা বই দাগিয়ে কাটিয়ে দিলে সেখানে যে পরিমাণ Efficiency loss হয় সেই ঘাটতি পরীক্ষার পূর্বে পূরণ করা অসম্ভব। তাই অনেক সময় দেখা যায় যে, পড়াশুনায় দীর্ঘ সময় মনোনিবেশ করার পর সিলেবাস শেষ হচ্ছে না, ফলশ্রুতিতে আশানুরূপ ফলাফলও আসছে না। তাই তোমাদের মূল্যবান সময়ের কথা মাথায় রেখে Parallel Text-এ গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত ভিন্ন কালিতে Mark করা হয়েছে। যেটা কিনা তোমাকে মুক্তি দিবে বই-দাগানোর দায় থেকে, এছাড়াও বিভিন্ন-
Ø চিত্র
Ø চার্ট ও
Ø ছকের
ব্যবহার বাড়িয়ে Parallel Text-কে তোমাদের পরীক্ষার জন্য খুবই প্রাসঙ্গিক করে তোলা হয়েছে ।
আশা করি বইটি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে ও সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে, আর সেটাই আমাদের সার্থকতা। তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো ।
উদ্ভাস একাডেমিক টিম
Title | এইচএসসি প্যারালাল টেক্সট বাংলা ২য় পত্র |
Author | উদ্ভাস একাডেমিক এন্ড এডমিশন কেয়ার |
Publisher | উদ্ভাস একাডেমিক এন্ড এডমিশন কেয়ার |
Edition | Latest Edition, August 2024 |
Number of Pages | 280 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |
Have a question regarding the product? Ask Us
Please login to write question Login
Cash on delivery
Pay cash at your doorstep
Delivery
All over Bangladesh
Happy return
7 days return facility
0 Item(s)
Subtotal:
Are you sure to remove this from bookshelf?
demo content