রাষ্ট্রের গঠন ও বিকাশের প্রক্রিয়া জটিল ও গতিময়। রাষ্ট্র-পূর্ব সমাজের আকারহীন নমুনা রাষ্ট্র গঠন থেকে নির্দিষ্ট ও সুস্পষ্ট রাষ্ট্র কাঠামোর গঠন প্রক্রিয়া সম্পর্কে কোনো একক উপাদান নির্ধারণ করা সম্ভবত বিভ্রান্তিকর। পরিবর্তনকালীন সময়ের স্পষ্ট চিহ্নিত দিকসহ বিবর্তন প্রক্রিয়ার সম্ভবত কোনো নির্দিষ্ট বর্ণনা হতে পারে না, কারণ ঐ প্রক্রিয়া হল একই সাথে বসবাসের এবং বিভিন্ন স্তরে পারস্পরিক সম্পর্কের রূপান্তর থেকে সৃষ্ট। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে যে,' অনেক গুরুত্বপূর্ণ উপাদান বিভিন্ন অবস্থায় ভিন্নভাবে প্রয়োগ করা হয়েছে; অনেক উপাদান অন্য উপাদানের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, একথা অস্বীকার করা হয়নি। এসব উপাদানের মধ্যে আছে প্রযুক্তি (প্রধান নিমিত্তস্বরূপ পানিসেচসহ), প্রতিবেশ প্রসঙ্গ, জনসংখ্যা বৃদ্ধি ও সামাজিক পরিবেষ্টন, ক্রমবর্ধান সামাজিক অসমত্বের কারণে সৃষ্ট সামাজিক শ্রেণীবিভাগ- এসব উপাদানকে পরিবর্তনের প্রধান নিয়ামক হিসেবে দেখা হয়। প্রাচীন যুগ থেকে দ্বাদশ শতক পর্যন্ত সময়ে রাষ্ট্রের বিবর্তন ও গঠন প্রক্রিয়া সম্পর্কে লেখার প্রচেষ্টায় 'এশীয় ধরনের উৎপাদনের' (Asiatic Mode of Production) ভিন্নরূপসহ ঔপনিবেশিক উত্তরাধিকার থেকে উৎসারিত প্রাচ্যের স্বৈরতন্ত্রের সাথে জড়িত সবধরনের আচ্ছন্নতা থেকে এই গবেষণা মুক্ত রাখা হয়েছে।
Title
বাংলাদেশ সাংস্কৃতিক সমীক্ষামালা - ৩: রাষ্ট্র ও সংস্কৃতি