পুরুষের চেয়ে নারীদের পোশাক ও সাজসজ্জার বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছে ইসলাম। সেটা এই কারণেই যে, নারীদের ক্ষেত্রে সাজগোজ মৌলিক একটি বিষয়। কারণ, আল্লাহ তায়ালা তাদেরকে সৃষ্টিই করেছেন এমনভাবে যে, তারা সৌন্দর্য ও সাজগোজ প্রদর্শন করতে পছন্দ করে। এই জন্যই সাজগোজের ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীদেরকে ছাড় দেওয়া হয়েছে বেশি। যেমন, রেশম ও স্বর্ণের ব্যবহার নারীদের জন্য সম্পূর্ণ বৈধ। পক্ষান্তরে পুরুষদের জন্য এগুলোকে ঘোষণা করা হয়েছে সম্পূর্ণ অবৈধ হিসেবে। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে পুরুষদের জন্য রেশমের পোশাক এবং স্বর্ণালংকার ব্যবহার হারাম করা হয়েছে। তবে মহিলাদের জন্য তা হালাল করা হয়েছে।
ইসলাম নারীদের সাজগোজের ব্যাপারটা খুব গুরুত্ব দিয়ে দেখেছে। তাদের পোশাক, অলংকার, সুগন্ধি ইত্যাদি সবকিছুর ক্ষেত্রে কিছু নিয়ম ও শর্ত দিয়ে দিয়েছে। দিয়েছে কিছু উপকারী ও গুরুত্বপূর্ণ নির্দেশনা। যেগুলো মেনে চলতে পারলে সঠিক পথ ও সুস্থ ধারায় অবিচল থাকতে পারা সম্ভব হবে একজন নারীর জন্য- যা তাকে নিয়ে যাবে সফলতার স্বর্ণ দুয়ারে।
আমাদের এই বইটি সেই পথচলারই একটি নিবিড় ও যত্নশীল প্রয়াস।