বিশ্বের সকল জ্ঞানের ভান্ডারকে বিশ্বকোষ বলা হয়। এই অর্থে ইসলামি বিশ্বকোষ হলো ইসলামের নানামুখী জ্ঞানের ভান্ডার। ইসলামের অনেক অনেক বিষয় ইসলামি বিশ্বকোষের অন্তর্ভুক্ত হয়। আর এই বিশ্বকোষ যদি লেখা হয় ছোটদের উপযোগী করে, তাদের ভাষায়, সহজ সরল বাক্যে, তবেই আমরা তাকে ছোটদের বিশ্বকোষ বলি।
বাংলা ভাষায় শিশু-কিশোরদের উপযোগী ইসলামি সাহিত্যের নানামুখী কাজ খুবই স্বল্প। নবিজির জীবনী ও নবিকাহিনির মতো দুয়েকটি বই লক্ষ করা যায়। ঈমান-আকিদা ও ইসলামের সামগ্রিক বিষয়গুলো নিয়ে ছোটদের জন্য রচনা খুঁজে পাওয়া দুষ্কর। এই প্রয়োজনের দিকে লক্ষ রেখেই এই গ্রন্থটির সূচনা।
আমাদের ছোট ভাই-বোন ও সন্তানদের ইসলামি মন-মানস গঠনে তাদের উপযোগী বই তাদের হাতে তুলে দেওয়া আমাদের দায়িত্ব। আজকের সমাজে আমাদের সন্তানদের ইসলামি চিন্তায় গড়ে তোলা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এলজিবিটিকিউ-এর মতো জঘন্য বিষয় এখন আমাদের সন্তানদের পাঠ্যতালিকায় চলে এসেছে। সুতরাং আমার-আপনার সন্তানকে সঠিক ইসলামি চিন্তার ভিত্তিতে গড়ে তুলতে বিশুদ্ধ ইসলামি বই তাদের হাতে তুলে দেওয়ার বিকল্প নেই।
এ বইটি কিন্ডার গার্টেন, ইসলামি শিশু একাডেমি কিংবা মাদরাসা ও স্কুলের সহায়ক পাঠ হিসেবে রাখা যায়। চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণির বয়সিদের উপযোগী করে এটি রচিত। এখানে ইসলামের সামগ্রিক বিষয় খুবই সাবলীল ভাষায় তুলে ধরা হয়েছে। এ বইটি শুধু ছোটদের জন্য নয়, যারা ইসলামের ব্যাপারে নতুন করে জানতে আগ্রহী কিংবা নব মুসলিম, তারাও বইটি পড়ে যথেষ্ট উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ।