বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে মাত্র ২৩ দিনের এক অভূতপূর্ব আন্দোলনে একটি ফ্যাসিবাদী শাসনকালের অবসান হয়েছে। এটা এক কথায় অবিশ্বাস্য এক আন্দোলন। দীর্ঘ ১৬ বছর ধরে যে ফ্যাসিবাদকে অপসারণের জন্য হেন আন্দোলন ও কর্মসূচি পালিত হয়নি, কিন্তু সবই বিফলে গেছে। ছাত্রসমাজ কোটা সংস্কারের নামে আন্দোলনের সূচনা করে শেষ পর্যন্ত ভিত নড়িয়ে দিল শেখ হাসিনার শক্ত হাতে গড়ে তোলা শাসনব্যবস্থাকে। শেষে তা তাসের ঘরের মতো ভেসে গেল। এই সময়টাকে বলা যায় দেশ কাঁপানো তেইশ দিন। ৪০টিরও বেশি রাজনৈতিক দল ১২ বছর ধরে আন্দোলন করলেও জগদ্দল পাথরের মতো চেপে বসা আওয়ামী সরকারকে হটাতে পারেনি। আর ২০২৪ এ এসে জুলাই আগস্টের রক্ত¯পাত আন্দোলনের মধ্যদিয়ে মাত্র ২৩ দিনে তা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যায়। এই ২৩টি দিন ছিলো দেশকে পরিবর্তনের পথে নিয়ে যাওয়ার এক যুগান্তকারী ঘটনা বহুল। ফলে এই ২৩ দিবসকে দেশ কাঁপানো তেইশ দিন বলাই যুক্তিযুক্ত। কি ছিলো এই দিনগুলোর বৈশিষ্ট্য? কি যাদু ছিলো কোমলমতি ছাত্রছাত্রীদের আন্দোলনের কর্মসূচিতে? এসবের বিশ্লেষণ ও চিত্র তুলে ধরা হয়েছে এই বইয়ে। ভবিষ্যতে ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকবে এই বই।