সংকলকের কথা-
﷽
اَلْحَمْدُ لِلَّٰهِ .اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمّدٍ وَّ عَلٰى اٰلِ مُحَمَّدٍ
আমাদের দেশের সকল মুসলিম ধর্মপরায়ণ। তারা ইসলাম ধর্মের প্রতি অনেক অনুরাগী ও আবেগী। কম-বেশি সবাই আমল করার চেষ্টা করেন। সব জায়গায় ধর্মকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেন তারা। তবে দুঃখজনক হল, তাদের বেশিরভাগই ইসলাম ধর্ম প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা লাভ করেন না। তারা হয়তো শৈশব কালে নূরানী-মক্তব থেকে সামান্য কিছু শিখে নেন। অথবা ওয়াজ-মাহফিল বা মাসজিদের খতিবদের থেকে শুনে শুনে ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করেন। যার কারণে অধিকাংশের আমলের মধ্যে প্রচুর পরিমাণ ভুল দেখা যায়। বিশেষভাবে দোয়া, দুরুদ, তাসবীহ, যিকির ও ইস্তিগফার সম্পর্কে তাদের মধ্যে ভুল বেশি। আবার কোনো কোনো বক্তারাও এ বিষয়ে অসতর্কতাবশত ভুল প্রচার করে থাকেন। এমনকি তাদের হাতে সহজলভ্য দোয়া, দরূদ, যিকির, তাসবীহ ও ইস্তিগফার সম্পর্কিত বইগুলোতেও প্রচুর পরিমাণে মনগড়া ও বানোয়াট কথা রয়েছে। সেগুলো থেকেও তারা ভুল শিখে থাকেন। শুধু তাই নয়, ভালো করে লক্ষ্য করলে দেখা যায় সাধারণ মানুষ ফরজ আমলগুলো ছাড়া যত নফল যিকির-আযকার করে থাকেন সে গুলোতেও ভুল ও কুসংস্কারে ভরা। এছাড়া তারা নির্দিষ্ট কিছু ইবাদতের অল্প কিছু দোয়া, দরুদ, তাসবীহ, যিকির ও ইস্তিগফার সম্পর্কে জানে। অথচ কুআরন ও গ্রহণযোগ্য হাদীসে সকল ইবাদত এবং দুনিয়া ও আখেরাতের সব বিষয়ে প্রচুর পরিমাণে দোয়া ও যিকির বর্ণিত আছে। সেগুলো সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আমল করারও সৌভাগ্য হয় না তাদের।
তাই আমার ছোট জ্ঞানে পড়ল যে, আমি এ বিষয়ে একটি বই লিখি। অনলাইনে দোয়া ও যিকির সম্পর্কিত আমার কয়েকটি চ্যানেল রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম চ্যানেলটির লক্ষ লক্ষ সদস্য (সাবস্ক্রাইবার) রয়েছে। চ্যানেলগুলোতে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি কুরআন ও গ্রহণযোগ্য হাদীসের ভিত্তিতে দোয়া, দরুদ, তাসবীহ, যিকির ও ইস্তিগফার সম্পর্কিত ভিডিও আপলোড দিতে। চ্যানেলগুলোর অনেক সদস্যরা আমাকে বার বার আবেদন জানাতে থাকেন এই বিষযে একটি বই লিখতে। অনলাইন ও অফলাইনে এ বিষয়ে যত গ্রন্থ বা প্রচারণা আছে সেগুলোর অনেকাংশেই দেখা যায় মনগড়া, বানোয়াট ও ভুলবাল কথা। তাই এ বিষয়ে একটি বই লিখতে সিদ্ধান্ত নিলাম। বইটিতে কুরআন ও গ্রহণযোগ্য হাদীসে বর্ণিত দোয়া, দরুদ, যিকির, তাসবীহ ও ইস্তিগফার উল্লেখ করেছি। অগ্রহণযোগ্য হাদীসে বর্ণিত কিছু এমন দোয়া, দরুদ, যিকির, তাসবীহ ও ইস্তিগফারও উল্লেখ করেছি যেগুলোর উপর মানুষ আমল করে অথচ তারা জানেই না যে, এগুলো আমলযোগ্য নয়। তাই সেগুলো উল্লেখ করার পর বলে দিয়েছি যে, এর উপর আমল করা যাবে না। আমাদের সমাজে কিছু বানোয়াট ও মনগড়া দোয়া, দরুদ, যিকির, তাসবীহ ও ইস্তিগফার-এর উপর আমলের প্রচলন রয়েছে। যেগুলো কুরআন, সহীহ বা যঈফ হাদীসের কোথাও নেই। আর আমলকারীরা জানেই না যে, এগুলো ভুল। এগুলোর উপর আমল করা যাবে না। তাই তা জানিয়ে দেওয়ার জন্য এরকম কিছু দোয়া, দরুদ, যিকির, তাসবীহ ও ইস্তিগফারও উল্লেখ করেছি। নবী-রাসূলগণ ছাড়া কোন মানুষ ভুলের উর্ধে নয়। আমার ভুল হওয়াটাই স্বভাবিক। বইটিতে কোন প্রকার ভুল দৃষ্টিগোচর হলে অনুগ্রহ করে আমাকে অবহিত করে উপকৃত করবেন। আমি পরবর্তী সংস্করণে সংশোধন করে নেব ইন শা-আল্লাহ।
পরিশেষে আপনাদের কাছে আকুল আবেদন হল, আমার পিতা-মাতা, আমার পরিবারের সকল সদস্য ও যারা বইটি লিখতে অনুপ্রেরণ দিয়েছেন সকলের জন্য দোয়া কামনা করছি।
-মাওলানা নেয়ামতুল্লাহ