বিংশ শতাব্দীর শিল্প-আন্দোলন : ফভিজম একসস্প্রেশনিজম ফিউচারিজম কিউবিজম ডাডাইজম সুররিয়ালিজম
সব্যসাচী লেখক আবদুল মান্নান সৈয়দ এক নতুন রূপে উপস্থাপিত হলেন এই গ্রন্থে। চিত্রকলার আলোচক হিসেবে একসময় তিনি সাময়িকপত্রে অবতীর্ণ হয়েছিলেন। তার একটি বিংশ শতাব্দীর পাশ্চত্য আধুনিক চিত্রকলার কয়েকটি আন্দোলনের এক ধারাবাহী পর্যালোচনা। ফরিজম, একসস্প্রেশনিজম, ফিউচারিজম, কিউবিজম, ডাডাইজম ও সুররিয়ালিজম বিষয়ক এই আলোচনাগুচ্ছের ভিতর দিয়ে চিত্রকলার তো বটেই, অন্যান্য শিল্পকলারও যুক্ততা উদ্ঘাটিত হয়েছে। স্বতন্ত্র কয়েকটি পর্যবেক্ষণও গ্রথিত হয়েছে সালভাদোর ডালি, রেনে ম্যাগ্রিৎ, ম্যাক্স্ এন্স্ট প্রমুখ সম্পর্কে। পিকাসো ও মাতিস প্রসঙ্গ তো ঘুরে-ফিরে এসেছে বারবার। আধুনিক চিত্রকলা সম্পর্কে বাংলা ভাষায় এরকম গ্রন্থ লিখিত হয়নি আর।
আবদুল মান্নান সৈয়দ
আবদুল মান্নান সৈয়দ বাংলাদেশের অগ্রগণ্য লেখকদের একজন। বহুচারী এই লেখক একই সঙ্গে কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, অনুবাদক, সমালোচক, প্রাবন্ধিক, গবেষক, পত্রিকা-ও গ্রন্থ-সম্পাদক। জীবনও তাঁর বিচিত্র। সাত বছর বয়সে নৌকায় জম্মভূমি ছেড়ে পালিয়ে চলে আসেন এদেশে, চিরদিনের জন্য। পাঠ গ্রহণ করেছেন মূলত জীবনের বিশ্ববিদ্যালয় থেকেই। বিভিন্ন বিরোধী ক্ষেত্রে অধিকার আছে। বাংলা ছন্দে তাঁর বিস্ময়কর দখল আছে যেমন, তেমনি চিত্রকলার ক্ষেত্রেও সঞ্চরণ করেছেন। বাংলাদেশের কবিতায় ও গদ্যে ব্যাপক প্রভাব বিস্তার করেছেন তিনি। আবদুল মান্নান সৈয়দ সব সময় নতুন নতুন পথে চলেছেন। বর্তমান বইটি তাঁর চিত্রকলা সম্পর্কিত প্রথম গ্রন্থ। এইসব লেখালিখির অধিকাংশ প্রথম প্রকাশিত হয়েছিল তিরিশ বছর আগে দু’একটি দৈনিক পত্রিকায়। এখানে একত্রসঞ্চিত হলো। এই গ্রন্থের ভিতর দিয়ে বহুচারী আবদুল মান্নান সৈয়দের জগতের একটি নতুন দেশ উদ্ভাসিত হলো।
Title
বিংশ শতাব্দীর শিল্প-আন্দোলন : ফভিজম-একসপ্রেশনিজম-ফিউচারিজম-কিউবিজম-ডাডাইজম-সুররিয়ালিজম
আবদুল মান্নান সৈয়দ (৩ আগস্ট ১৯৪৩ - ৫ সেপ্টেম্বর ২০১০) বাংলাদেশের একজন আধুনিক কবি, সাহিত্যিক, গবেষক ও সাহিত্য-সম্পাদক। তিনি ২০০২ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের "পোয়েট ইন রেসিডেন্স" ছিলেন। বিংশ শতাব্দীর ষাট দশক থেকে বাংলা সমালোচনা-সাহিত্যে তার গবেষণাধর্মী অবদান ব্যাপকভাবে স্বীকৃত। কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশের উপর তার উল্লেখযোগ্য গবেষণা কর্ম রয়েছে। তিনি ফররুখ আহমদ, সৈয়দ ওয়ালীউল্লাহ, মানিক বন্দ্যোপাধ্যায়, বিষ্ণু দে, সমর সেন, বেগম রোকেয়া, আবদুল গনি হাজারী, মোহাম্মদ ওয়াজেদ আলী, প্রবোধচন্দ্র সেন প্রমুখ কবি-সাহিত্যিক-সম্পাদককে নিয়ে গবেষণা করেছেন। বাংলাদেশের সাহিত্যমহলে তিনি 'মান্নান সৈয়দ' নামেই পরিচিত ছিলেন।