কবিতা হলো কবির মস্তিষ্কের গভীর ভাবনার প্রতিফলন। কবির ভাবনার গভীরতার উপর ভিত্তি করে; কবিতার বাক্যের গভীরতা সৃষ্টি হয়। যে কবির ভাবনার গভীরতা যত বেশি, সেই কবির কবিতার ভাবার্থ ততগভীর। কবিতা যদি রহস্যময় না হয়, কবিতা যদি আপনাকে ভাবনার জগতে নিতে না পারে, কবিতা যদি আপনার হৃদয় নাড়া দিতে না পারে; তাহলে সেই কবিতা কখনই সফল সাহিত্য হয়ে ওঠে না। তাই প্রকৃত কবি হয়ে ওঠতে হলে; প্রথমে ভাবনার গভীরে ডুব দিতে হয়, ভাবতে হয়, বুঝতে হয় অতঃপর পাঠকদের ভাবাতে হয়।
উদিয়মান কবি আব্দুল কাইয়ুম প্রিয়ম এর "প্রিয় নাম বুকে" কাব্যগ্রন্থের পান্ডুলিপি পড়ার সময় আমিও ভাবনার গভীরে ডুব দিতে বাধ্য হয়েছি। মনে এক ভিন্ন অনুভুতি জেগে। বারবারই মনে হয়েছে প্রিয়ম একজন সাহিত্যের স্বপ্নময় মানুষ। যে স্বপ্ন দেখে তাঁর সৃষ্টি পাঠক মন জয় করবে। টিকে থাকবে অনন্তকাল। কবি এই পান্ডুলিপিটি বিভিন্ন বিষয়ের লেখা দিয়ে সাজিয়েছেন । প্রেমালয়ের আহ্লাদ অনুভুতি, বিরহের বিলপা আর্তনাদ, অবহেলিত মানুষের ব্যথায় ব্যাকুল হৃদয় ও পরম করুনাময় আল্লাহর গুণগান। প্রায় প্রতিটা কবিতায় কবি তাঁর ভাবনার গভীর থেকে আত্ম উপলদ্ধির বহিঃপ্রকাশ ঘটিয়েছে শব্দযোগে। আমি চাই কবি আব্দুল কাইয়ুম প্রিয়ম এর পরিশ্রম সফল হোক। সফল হোক " প্রিয় নাম বুকে" গ্রন্থখানা। তাঁর সৃষ্টির মাধ্যমে পাঠক হৃদয় জয় করুক এবং সাহিত্যাঙ্গনে নিজের মেধার চিহ্ন রেখে যাক।
কবির বই এবং কবির সম্পর্কে কবি রকিবুল হাসানের ভাবনা।